Education Loan Information:
Calculate Education Loan EMIলকডাউনের মধ্যে আজ বিহার বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 May 2020 07:41 AM (IST)
লকডাউনের মধ্যেই খুব শীঘ্রই বেরোচ্ছে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড (বিএসইবি)বিহার বোর্ডের দশম শ্রেণীর ফলাফল প্রকাশ করতে চলেছে। এমনই খবর বিভিন্ন সংবাদমাাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
পটনা: লকডাউনের মধ্যেই খুব শীঘ্রই বেরোচ্ছে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড (বিএসইবি)বিহার বোর্ডের দশম শ্রেণীর ফলাফল প্রকাশ করতে চলেছে। এমনই খবর বিভিন্ন সংবাদমাাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে, আজ বিহার বোর্ড ম্যাট্রিক ফলাফল ২০২০ প্রকাশ হচ্ছে। যদিও সরকারিভাবে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। বিএসইবি-র দশমের ফলাফল ২০২০ প্রকাশের ব্যাপারে ঘোষণা বিহারবোর্ডঅনলাইন ডট বিহার গভ ডট ইন-এও করা হতে পারে। বিএসইবি-র পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। আজ সকালে অফিস খোলার পর ফলাফল প্রকাশের তারিখ জানানো হতে পারে বলে জানা গিয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকরা এক্ষেত্রে ওই ওয়েবসাইটে নজর রাখতে পারেন। পড়ুয়াদের জানানো হয়েছে, ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে তা সরকারি ওয়েবসাইট বিহারবোর্ডঅনলাইন ডট বিহার গভ ডট ইন ও অনলাইনবিএসইবি ডট ইনে দেখা যাবে। এবার বিহার বোর্ডের দশমের পরীক্ষায় বসেছিল প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থী। বোর্ড গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণার আগে বিএসইবি-র দ্বাদশ শ্রেণী বা ইন্টারমিডিয়েট ফলাফল প্রকাশ করেছিলেন। ম্যাট্রিকের ফলাফল সংক্রান্ত কাজকর্ম লকডাউনের কারণে স্থগিত হয়ে যায়। বিএসইবি-র দশমের ফলাফলের জন্য মূল্যায়ণের কাজ বোর্ড গত ৬ মে থেকে শুরু করেছে।