বিএসইবি-র পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। আজ সকালে অফিস খোলার পর ফলাফল প্রকাশের তারিখ জানানো হতে পারে বলে জানা গিয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকরা এক্ষেত্রে ওই ওয়েবসাইটে নজর রাখতে পারেন। পড়ুয়াদের জানানো হয়েছে, ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে তা সরকারি ওয়েবসাইট বিহারবোর্ডঅনলাইন ডট বিহার গভ ডট ইন ও অনলাইনবিএসইবি ডট ইনে দেখা যাবে।
এবার বিহার বোর্ডের দশমের পরীক্ষায় বসেছিল প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থী। বোর্ড গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণার আগে বিএসইবি-র দ্বাদশ শ্রেণী বা ইন্টারমিডিয়েট ফলাফল প্রকাশ করেছিলেন। ম্যাট্রিকের ফলাফল সংক্রান্ত কাজকর্ম লকডাউনের কারণে স্থগিত হয়ে যায়।
বিএসইবি-র দশমের ফলাফলের জন্য মূল্যায়ণের কাজ বোর্ড গত ৬ মে থেকে শুরু করেছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI