নয়াদিল্লি থেকে দেশের ১৫টি শহরে ইতিমধ্যেই বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে পৌঁছে দিতে চালু হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। এর সঙ্গেই সাধারণ যাত্রীদের জন্য পয়লা জুন থেকে প্রতিদিন চলবে ২০০টি নন-এসি, সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার ট্রেন। রেলমন্ত্রক সূত্রে খবর, রাজ্য সরকারগুলিকে শ্রমিকদের নথিবদ্ধ করে সেই তালিকা দেওয়ার অনুরোধ করা হয়েছে। সেটা হলে শ্রমিক স্পেশাল ট্রেনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। মঙ্গলবার পর্যন্ত ১,৫৯৫টি শ্রমিক স্পেশাল ট্রেনের মাধ্যমে ২১ লক্ষেরও বেশি যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।
রেলমন্ত্রী ট্যুইট করে আরও জানিয়েছেন, ‘আগামী দু’দিন শ্রমিক স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হবে। রোজ ৪০০টি করে শ্রমিক স্পেশাল ট্রেন চলবে। পরিযায়ী শ্রমিকরা যে যেখানে আছেন, তাঁদের সেখানেই থাকার অনুরোধ জানানো হচ্ছে। ভারতীয় রেল আগামী কয়েকদিনের মধ্যেই তাঁদের বাড়িতে পৌঁছে দেবে।’