নয়াদিল্লি: ২০০১ সালে মুক্তি পায় অনিল কপূর (Anil Kapoor) অভিনীত 'নায়ক' (Nayak)। প্রবল জনপ্রিয়তা লাভ করে সেই ছবি যার কথা আজও স্পষ্ট মানুষের মনে। ছক ভাঙা সেই ছবির কি সিক্যুয়েল (Nayak 2) আসতে চলেছে? শোনা যাচ্ছে তেমনই। অনিল কপূরকে শেষ দেখা গিয়েছে 'ফাইটার' (Fighter) ছবিতে। 


তৈরি হচ্ছে 'নায়ক ২'? চুক্তি সই করলেন অনিল কপূর? 


সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ফাইটার' ছবিতে হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে শেষ কাজ করেছেন অনিল কপূর। শোনা যাচ্ছে, পরিচালক এস শঙ্করের (S Shankar) সঙ্গে পরবর্তী ছবির চুক্তিও নাকি ইতিমধ্যেই সই করে ফেলেছেন তিনি। ২০০১ সালের 'নায়ক' ছবির দ্বিতীয় ভাগের জন্য নাকি কাজ শুরু করবেন তাঁরা, খবর এমনই। মুম্বইয়ে পরিচালকের সঙ্গে অনিল কপূরকে দেখতে পাওয়ার পর থেকেই এই জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে ছবি ভাইরাল হতে সময় লাগেনি। স্বভাবতই এই জল্পনায় উচ্ছ্বসিত ও উত্তেজিত অনুরাগীরা।                







অনিল কপূর অভিনীত 'নায়ক' মূলত এস শঙ্কর পরিচালিত ১৯৯৯ সালে মুক্তি প্রাপ্ত তামিল ছবি 'মুধলবন'-এর হিন্দি রিমেক হিসেবে তৈরি হয়েছিল। অনিল কপূরের সঙ্গে সেই ছবিতে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়, অমরিশ পুরী, পরেশ রাওয়াল, জনি লিভারের মতো তারকারা। সেই বছরের অন্যতম সফল ও সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত একটি ছবি হিসেবে উঠে আসে 'নায়ক'। 


আরও পড়ুন: Athiya Shetty-KL Rahul: রাহুল-আথিয়ার পরিবারে আসছে খুদে সদস্য? সুনীল শেট্টির মন্তব্যে জল্পনা তুঙ্গে


অন্যদিকে এস শঙ্কর আপাতত অপেক্ষায় রয়েছেন তাঁর নতুন ছবি 'গেম চেঞ্জার' (Game Changer) মুক্তির। এই ছবিতে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন রাম চরণ (Ram Charan) ও কিয়ারা আডবানী (Kiara Advani)। অন্যদিকে অনিল কপূর অপেক্ষায় 'সুবেদার' মুক্তির। সুরেশ ত্রিবেণী পরিচালিত এই প্রজেক্টের সঙ্গে তাঁর যুক্ত থাকার কথা সম্প্রতি এসেছে প্রকাশ্যে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।