OnePlus 12 Price Cut: ওয়ানপ্লাস ১২ ফোনের (OnePlus 12) দাম কমেছে ভারতে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে ওয়ানপ্লাসের (OnePlus Smartphone) এই ফোন কিনলে ক্রেতারা পাবেন ব্যাপক ছাড়। প্রায় ২ মাস আগে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ১২ ফোন। লঞ্চের সময় এই ফোনের বেস মডেলের দাম ছিল ৬৪,৯৯৯ টাকা। তার উপরের ভ্যারিয়েন্টের দাম ছিল আরও বেশি- ৬৯,৯৯৯ টাকা। এই প্রথম দেশে লঞ্চের পর ওয়ানপ্লাস ১২ ফোনের দাম কমেছে। এবার দেখে নেওয়া যাক ফ্লিপকার্ট থেকে কতটা কম দামে ওয়ানপ্লাস ১২ ফোন কেনা যাবে। 


ওয়ানপ্লাস ১২ ফোনের দাম কমেছে ফ্লিপকার্টে 


২ শতাংশ ছাড় রয়েছে এই ফোনের দামে। তার ফলে বেস মডেলের দাম কমে হয়েছে ৬৪,০৬৬ টাকা। এর পরেও ক্রেতারা ছাড় পাবেন যদি সিটি ব্র্যান্ডের ক্রেডিট কার্ড থাকে। তাহলে ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। তবে এই ছাড় প্রযোজ্য হবে ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে। অন্যদিকে এইচএসবিসি ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। 


ওয়ানপ্লাস ১২ ফোনের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম 


লঞ্চের সময় এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৬৪,৯৯৯ টাকা। অন্যদিকে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৬৯,৯৯৯ টাকা। 


কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে ওয়ানপ্লাস ১২ ফোনে 



  • এই ফোনে রয়েছে ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass Victus প্রোটেকশন যা খুবই শক্ত। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্স বেসড OxygenOS- এর সাহায্যে পরিচালিত হয় ওয়ানপ্লাস ১২ ফোন।

  • Flowy Emerald এবং Silky Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১২ ফোন। এখানে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। 

  • ওয়ানপ্লাস ১২ ফোনে ৫৪০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা একবার পুরো চার্জ দিলে সারাদিন ভালভাবে কাজ করবে। এর সঙ্গে রয়েছে ১০০ ওয়াটের SUPERVOOC এবং ৫০ ওয়াটের AIRVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। 

  • ক্যামেরা ফিচার হিসেবে ওয়ানপ্লাস ১২ ফোনের ডিসপেল্র উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ব্যাক প্যানেলে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (থ্রি এক্স অপটিকাল জুম সমেত)। ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর রয়েছে। 


আরও পড়ুন- দ্রুত লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ আলট্রা, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে? দেখে নিন