কলকাতা: 'গদর ২' (Gadar 2)-এখনও বক্সঅফিসে অপ্রতিরোধ্য। যেমন এই ছবি একের পর এক রেকর্ড ভাঙছে, তেমনই চর্চায় রয়েছেন এই ছবির অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালকও। সম্প্রতি, আমিশা পটেল (Ameesha Patel)-কে নিয়ে, তাঁর সঙ্গে কাজ করা নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন 'গদর' (Gadar) ও 'গদর ২'-এর পরিচালক অনিল শর্মা (Anil Sharma)। 


দীর্ঘদিন পরে, বলিউডের সুপারহিট ছবি 'গদর'-এর ছবিকে বড়পর্দায় ফিরিয়ে এনেছেন অনিল। এই দুই ছবিতেই, সাকিনার চরিত্রে দেখা গিয়েছে আমিশাকে। সম্প্রতি তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক। অনিল বলেন, 'আমার সঙ্গে কখনও কারোও সম্পর্ক খারাপ হয়নি। অনেক সময় কাজ করতে গিয়ে হয়তো ঝগড়ঝাঁটি হয়েছে, তবে আবার তা ঠিকও হয়ে গিয়েছে। আমি কখনও মনোমালিন্যকে দীর্ঘস্থায়ী হতে দিই না। আমি বিশ্বাস করি সবাই ভালবাসায়, ভালভাবে থাকতে বা কাজ করতেই ভালবাসেন। আমিশাও ঠিক তাই। ও অনেক বড় ঘরের মেয়ে তাই সম্ভবত ওঁর কিছু ব্যবহারে সমস্যা রয়েছে। অনেক ব্যবহারে ওকে অহংকারী বলে মনে হয় অনেকেরই। তবে সেই আবরণটা সরিয়ে ফেললেই, আমিশা ভীষণ ভাল মনের একজন মানুষ। সবার সঙ্গে মিলেমিশে থাকতেই ভালবাসে ও।'


বলিউডে আমিশার কেরিয়ার শুরু হয়েছিল একেবারে স্বপ্নের মতোই। প্রথম ছবি 'কহো না.. পেয়্যার হ্যায়' (Kaho Na Peyaar Hai)-তে তিনি জুটি বেঁধেছিলেন ঋত্বিক রোশনের (Ritwick Roshan)-এর সঙ্গে। সেই ছবি বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য পায়। এরপরেই আমিশাকে কাস্ট করা হয়েছিল গদর ছবিতে। সেই ছবিও বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছিল। 


একটি সাক্ষাৎকারে আমিশা বলেছেন,  'গদর মুক্তির পরে, সাফল্য উদযাপনের পার্টিতে আমার সঙ্গে দেখা হয়েছিল সঞ্জয় লীলা বনশালীর (Sanjay Leela Bhanshali)। এর আগে, ছবি মুক্তির পরে আমিশাকে একটি সুন্দর চিঠি লিখেছিলেন তিনি। আমিশা বলেছিলেন, ‘তিনি আমায় বলেছিলেন,  এমন ছবি কোনও অভিনেতার ফিল্ম কেরিয়ারে মাত্র ১টিই তৈরি হয়। কিন্তু তোমার কেরিয়ারে এমন ২টো হিট ছবি রয়েছে।' ১৯৯৮ সালে 'কহো না পেয়ার হ্যায়' (Kaho Na Peyaar Hai) ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন আমিশা। সেই ছবি বক্সঅফিসে ভীষণ সাফল্য পেয়েছিল। 


আরও পড়ুন: Bollywood News: একইসঙ্গে মুক্তি পাচ্ছে অক্ষয়-আমিরের ছবি, জোর টক্কর বক্সঅফিসে