নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পর থেকেই ভারত-পাক উত্তেজনা তুঙ্গে ওঠে। ভারতের 'অপারেশন সিঁদুর' সফল হওয়ার পরে দুই দেশের মধ্যে চাপানউতোর চলেছে। এর মধ্যেই পাকিস্তানের বহু শিল্পী ভারতীয়দের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। কিন্তু কয়েকজন ছাড়া (Anil Sharma) বলিউডের বাকি তারকারা এই ঘটনায় সম্পূর্ণ নীরব। পাকিস্তানের বিরোধিতায় (Bollywood News) কেউ কিছু বলছেন না। কারণ কী ? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই রহস্য ফাঁস করেছেন 'গদর' ছবির পরিচালক অনিল শর্মা।

কীসের ভয়ে রয়েছে বলিউড ?

একটি সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে অনিল শর্মাকে প্রশ্ন করা হয়েছিল যে বলিউড কীসের এত ভয় পায় যে পাকিস্তানের বিরুদ্ধে কেউ কোনও পোস্ট করছে না। এর উত্তরে 'গদর' ছবির পরিচালক অনিল শর্মা জানান, 'যেদিন অপারেশন সিঁদুর হয়েছিল, সেদিনই আমি পোস্ট করেছিলাম। কারণ সন্ত্রাসবাদ যে দেশেরই হোক, তা নিকৃষ্ট, ঘৃণ্য কাজ। যে দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করে, সেই দেশ কখনও ভাল হতে পারে না। সেই দেশের শিপ্লীরাও চাইলে ভারতের বিরুদ্ধে টুইট করতে পারেন। সবথেকে খারাপ হল চুপ থেকে তুমি সন্ত্রাসবাদকে সমর্থন করছ, সন্ত্রাসীদের পাশে দাঁড়িয়ে।'

তিনি এই সাক্ষাৎকারে আরও বলেন, 'আমাদের একটি বিশাল বিদেশি বাজার রয়েছে আর সেই বিদেশি বাজারে পাকিস্তানি দর্শক অনুরাগীর সংখ্যা ব্যাপক। সেখানে ভারতীয় শিল্পীদের ব্যাপক অনুরাগীও রয়েছেন। প্রত্যেকেই ভাবছেন যে সময়টা এসেছে সেটা দ্রুত কেটে যাবে। আর এই সময় আমি আমার অনুরাগীদের হারাব না। আমার বিদেশি বাজারে দর কমে যাবে, এমনও অনেকে ভেবে থাকতে পারেন। আমি জানি না এটা ঠিক না ভুল, তবে তোমার বক্তব্য আমি সমর্থন করছি'।

অনিল শর্মা প্রশ্নকর্তাকে সমর্থন জানিয়ে জোর দিয়ে বলেন যে সব কিছুর আগে তাঁর কাছে নিজের দেশ। দেশ থাকলে তারাও থাকবেন। বিশ্বের যেখানেই যাওয়া হোক, তাদের সন্তানেরা আমেরিকায় গিয়ে বড় হোক তাতেও তাদের লোকে ভারতীয় হিসেবেই চিনবে।

তুরস্কে শ্যুটিং নিয়ে কী বললেন অনিল শর্মা

অনিল শর্মা জানান, উৎকর্ষের সঙ্গে একটা স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে। সেই ছবির জন্য ভাবা হচ্ছিল তুরস্কে শ্যুটিং করার কথা। তুরস্ক খুব সুন্দর একটি দেশ, প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। পরিচালক হিসেবে অনিল শর্মা জানান যে তুরস্কে লোকেশন হিসেবে শ্যুটিং করার ইচ্ছে রয়েছে তাঁর কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই কাজ করা তাঁর পক্ষে কঠিন হবে।