বেঙ্গালুরু: গত ১০ দিনে ছবিটা কতটা বদলে গিয়েছে। আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে ছিলেন। সমর্থকদের মুখেও হাসি ফুটছিল এই ভেবে যে ইংল্যান্ড সফরের আগে বিরাটের রানে ফেরাটা আত্মবিশ্বাস বাড়াবে তাঁর। এমনকী স্টোকসদের দেশে টেস্ট সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। কিন্তু আইপিএল স্থগিত হওয়া, আর এরপর হঠাৎ করেই একদিন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে টেস্ট ফর্ম্যাটকে বিদায় জানানো। আইপিএলের দ্বিতীয় পর্বে নামার মুহূর্তে বিরাট দাঁড়িয়ে ফের রেকর্ডের সামনে। 

কেকেআরের বিরুদ্ধে আজ শনিবার নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে আরসিবি। নিঃসন্দেহে লাইমলাইট থাকবে বিরাট কােহলির ওপরই। টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথম বার মাঠে নামতে চলেছেন কিং কোহলি। একই সঙ্গে নজির গড়ার সামনেও দাঁড়িয়ে রয়েছেন তিনি। কেকেআরের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান করার সুযোগ রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের সামনে। এই তালিকায় সবার ওপরে রয়েছেন প্রাক্তন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি ১০৯৩ রান করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিনি ১০৮৩ রান করেছেন। কােহলি তৃতীয় স্থানে রয়েছেন। তিনি ১০২১ রান করেছেন কেকেআরের বিরুদ্ধে এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে। অর্থাৎ আজকের ম্য়াচে রাহানের দলের বিরুদ্ধে যদি ৭৩ বার তার বেশি রান করে ফেলেন তবে একই সঙ্গে ওয়ার্নার ও রোহিত দুই কিংবদন্তিকে টেক্কা দিয়ে সবার ওপরে উঠে আসবেন বিরাট।

সোশ্যাল মিডিয়ায় আচমকাই টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন কোহলি। বিদায়ী ম্যাচে সংবর্ধনা বা সেলিব্রেশনের সুযোগ দেননি কাউকে। শনিবারের ম্যাচে তাই কোহলি বরণের বিশেষ এক উদ্যোগ নিয়েছেন তাঁর ভক্ত অনুরাগীরা। অনেকেই পরিকল্পনা করেছেন যে, মাঠে কোহলির ১৮ নম্বর টেস্ট জার্সি পরে খেলা দেখতে যাবেন। আইপিএলের ম্যাচে গ্যালারিতে থিক থিক করছে টেস্টের সাদা জার্সি - এও যেন এক অভাবনীয় দৃশ্য। সেই দৃশ্যই অপেক্ষা করে রয়েছে চিন্নাস্বামীতে। কোহলির ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ১৮ নম্বর সাদা জার্সি পরে আসার আহ্বান জানান। মুহূর্তে তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছে বিতর্কও। বলা হচ্ছে, সাদা জার্সির ভিড়ে উঁচু ক্যাচ উঠলে বল ফিল্ডারদের দৃষ্টিকে ধোঁকা দিতে পারে। এ নিয়ে না নতুন করে বিভ্রাট বাঁধে!