নয়াদিল্লি: ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'অ্যানিম্যাল' ('Animal' Movie)। রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত এই ছবি বক্স অফিসে এখনও ঝোড়ো ব্যাটিং করে চলেছে ('Animal' Box Office Collection)। মুক্তির ১৬ দিনের মাথায় গোটা বিশ্বে আয়ের নিরিখে ৮১৭.৩৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga) ছবি। রবিবার এমনটাই ঘোষণা করা হয়েছে নির্মাতাদের তরফে। হিন্দি (Hindi), তেলুগু (Telugu), তামিল (Tamil), কন্নড় (Kannad) ও মলয়ালি (Malayalam) ভাষায় মুক্তি পায় এই অ্যাকশন ড্রামা (Action Drama) ঘরানার ছবি। 


বক্স অফিসে নয়া রেকর্ড গড়ল 'অ্যানিম্যাল'


১ ডিসেম্বর মুক্তির পর প্রবল সমালোচিত হয় 'অ্যানিম্যাল'। বিতর্ক তৈরি হলেও বক্স অফিসে এই ছবির আয় ঊর্ধ্বমুখী। ১৬ দিনের মাথায় এই ছবি বিশ্ববাজারে মোট ৮১৭.৩৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ছবির অন্যতম প্রযোজনা সংস্থা 'টি সিরিজ' রবিবার এই ছবির এখনও পর্যন্ত আয়ের পরিমাণ পোস্ট করে জানায় তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। এই ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন ববি দেওল, অনিল কপূর, রশ্মিকা মান্দানা, তৃপ্তি দিমরি, সুরেশ ওবেরয়, প্রেম চোপড়া। 


 






বক্স অফিসে দারুণ ব্যবসা করলেও এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাটাছেঁড়া কম হয়নি। একাধিক দর্শক এই ছবিকে 'অত্যন্ত পুরুষতান্ত্রিক' বা 'প্রবল হিংসাত্মক' বলে অভিহিত করেছেন। যদিও ছবিটি প্রথম দিন থেকেই দারুণ ব্যবসা করছে। আর সেই ধারা দেখেই আশা করা হয়েছিল মুক্তির তৃতীয় দিনে অর্থাৎ প্রথম রবিবারে ৭০ কোটি টাকা আয় করবে এই ছবি। প্রত্যাশার প্রায় কাছাকাছিই আয় করে ছবিটি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, প্রথম রবিবার এই ছবি ৬৩.৪৬ কোটি টাকা আয় করে। অর্থাৎ প্রথম তিন দিনে মোট আয়ের পরিমাণ ১৭৬.৫৮ কোটি টাকা। প্রথম ৩ দিনের আয়ের নিরিখে ইতিমধ্যেই শাহরুখের 'পাঠান'কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'অ্যানিম্যাল'। প্রথম স্থানে এখনও বিরাজ করছে কিং খানের 'জওয়ান'।


আরও পড়ুন: Shreya Health Update: 'ভাল আছেন শ্রেয়স, পরিবারকে দেখে হেসেছেন..', কী বলছেন অভিনেতার স্ত্রী ?


এবিপি লাইভে 'অ্যানিম্যাল' ছবির রিভিউ


এবিপি লাইভের রিভিউ অনুযায়ী, 'অ্যানিমল' ছবিটি অবশ্যই রক্তাক্ত, হিংস্র এবং ত্রুটিপূর্ণ, তা সত্ত্বেও প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের উচ্চস্বরে উল্লাস ইঙ্গিত দেয় যে এই ছবি বিনোদনমূলক। যদিও এই সিনেমা দেখার যোগ্য কিনা তা নির্ণয় করা কঠিন, তবে যাঁদের হৃদয় দুর্বল বা যাঁরা সন্দীপ রেড্ডি ভাঙ্গার এর আগের কাজগুলিকে অপছন্দ করেছিলেন তাঁদের দেখার জন্য নয় একেবারেই। এটি যেভাবে শুরু হয়েছিল সেই ধারা বজায় রেখে একটি প্রতিশ্রুতি সমেত সিনেমাটি শেষ হয়। আরও রক্তাক্ত সিক্যুয়েলের প্রতিশ্রুতি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।