পারথ: প্রথম ইনিংসে দুই পাকিস্তান ওপেনার ইমাম উল হক এবং আব্দুল্লা শফিক কিছুটা লড়াই করেছিলন বটে, দ্বিতীয় ইনিংসে সেটাও হল না। পারথের পিচে অস্ট্রেলিয়ার তারকাখচিত ফাস্ট বোলিং বিভাগের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তান ব্যাটিং লাইন আপ। ৪৫০ রান তাড়া করতে নেমে ১০০ রানের গণ্ডিও পার করতে পারলেন না বাবর আজমরা। দ্বিতীয় ইনিংসে ৮৯ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। ৩৬০ রানে প্রথম টেস্ট (Australia vs Pakistan 1st Test) হারল তাঁরা।  


মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড তিনটি করে উইকেট নেন। অজ়ি অধিনায়ক প্যাট কামিন্স নেন একটি উইকেট। এই ইনিংসে দুই উইকেট নিয়েই টেস্ট ইতিহাসের অষ্টম বোলার হিসাবে ৫০০ উইকেট পূর্ণ করেন নাথান লায়ন (Nathan Lyon)। দিনের শুরুতে খুররাম শেহজাদ সেট স্টিভ স্মিথকে ৪৪ রানে সাজঘরে ফেরত পাঠান। ট্র্যাভিস হেড ব্যাটে নেমে শুরু থেকেই দ্রুত গতিতে রান করার চেষ্টায় ছিলেন। বেশ কয়েকটি সুন্দর শটও খেলেন তিনি। তবে প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া আমির জামাল তাঁকে ১৪ রানে আউট করেন।


হেড আউট হওয়ার পর উসমান খাওয়াজা ও মিচেল মার্শ দুরন্ত গতিতে শতরানের পার্টনারশিপ গড়েন। খাওয়াজা ব্যক্তিগত শতরানের দোরগোড়ায় (৯০ রান), শাহিন আফ্রিদির বলে আউট হওয়ার পরই অস্ট্রেলিয়া নিজেদের ইনিংস ঘোষণা করে দেন। পাঁচ রানের বিনিময়ে ২৩৩ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।


 






৪৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাঁচ ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। মিচেল স্টার্ক ও হ্যাজেলউড পাক ইনিংসে ধস নামানো শুরু করেন। কোনও পাক ব্যাটারই বড় রানের ইনিংস খেলা তো দূর, আট ব্যাটার দুই অঙ্কের রানও করতে পারেননি। সৌদ শাকিল সর্বাধিক ২৪ রানের ইনিংস খেলেন। বাবর আজম করেন ১৪ রান। শেষমেশ ৮৯ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: দু'হাত নেই, পা দিয়ে তির ছুড়েই একের পর এক সোনা জিতে চলেছে ষোড়শী শীতল