Animal Song: অরিজিত সিংহর কণ্ঠে মুক্তি পাচ্ছে 'অ্য়ানিমেল'-এর গান 'সতরঙ্গ', প্রকাশ্য়ে টিজার

Bollywood News: আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'।

Continues below advertisement

কলকাতা: গত ২৮ সেপ্টেম্বর রণবীর কপূরের জন্মদিনে প্রকাশ্য়ে এসেছিল রণবীর কপূরের আপকামিং ছবি 'অ্য়ানিম্য়াল'-এর টিজার। সেখানে ঠোঁটে জ্বলন্ত সিগারেট ! চোখে কালো রোদচশমা একেবারে অন্যরকম লুকে নজর কেড়েছিলেন রণবীর। এই টিজার  মুক্তির পরই এই ছবি ঘিরে বাড়তে শুরু করে উন্মাদনার পারদ। আর আজ প্রকাশ্য়ে এল নতুন খবর।

Continues below advertisement

আগামী কাল এই ছবির গান  'সতরঙ্গ' মুক্তি পাবে। তার আগে মিউজিক কোম্পানী টি সিরিজ প্রকাশ্য়ে আনল এই গানের টিজার। অরিজিৎ সিংহর গলায় শোনা যাবে এই গান। 

আরও পড়ুন...

পালি হিলে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন প্রীতি! দাম শুনলে চমকে উঠবেন

প্রসঙ্গত, এই ছবি নিয়ে সম্প্রতি এই সাক্ষাৎকারে রণবীর বলেন, 'পরিচালক সন্দীপ রেড্ডির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার খবুই ভাল। এই ছবিতে দর্শক আমাকে একেবারে অন্য়রূপে আবিষ্কার করবেন। এখনও পর্যন্ত আমি যত নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি, এটি তারমধ্য়ে সবচেয়ে ভয়ঙ্কর। ফলে দর্শকের প্রতিক্রিয়া নিয়ে আমি খুবই আশাবাদী।'

উল্লেখ্য়, ছবির টিজার থেকেই স্পষ্ঠ ছিল যে, বাবা-ছেলের সম্পর্কের গল্প বলবে এই ছবি । কিন্তু, সেই বাবা-ছেলে অর্থাৎ অনিল কাপুর ও রণবীর কাপুরের সম্পর্ক একেবারেই ভাল নয় । বাবার শারীরিক ও মানসিক অত্যাচারের শিকারও হতে দেখা যাচ্ছে রণবীরকে । কিন্তু, তারপরেও, রণবীরের চরিত্রটি বিশ্বাস করে যে, তাঁর বাবা পৃথিবীর সেরা বাবা ।টিজারে  ন্যাশানাল ক্রাশ' রশ্মিকা মান্দানার উপস্থিতি খুবই কম ছিল।  রণবীরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কই দেখানো হয়েছে ছবিতে। তবে অভিনেত্রীর পরনে শাড়ি ও মুখে ইংরাজি ডায়লগ পছন্দ করেছেন তাঁর ভক্তরা।

টিজারে কয়েক সেকেন্ডের জন্য পর্দায় এসেছেন ববি দেওয়াল। কিন্তু, তাঁর থেকে চোখ ফেরানো দায়। সিক্স প্যাক থেকে শুরু করে চাহনি। তাঁর উপস্থিতি নজর কেড়ে নিয়েছে সিনেপ্রেমীদের।

আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'। বাবা এবং ছেলের রসায়নের এই ছবি দর্শকের কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Continues below advertisement
Sponsored Links by Taboola