কলকাতা: আবারও খবরের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)। বলিউডসূত্রে খবর অনুযায়ী, পালি হিলের অন্য়তম সম্ভ্রান্ত এলাকায় নতুন অ্য়াপার্টমেন্ট কিনলেন অভিনেত্রী।
জানাযাচ্ছে, ১,৭৪৭ বর্গফুট কার্পেট এলাকার এই ফ্ল্য়াটটিতে রয়েছে একাধিক অত্য়াধুনিক সুযোগ-সুবিধে। পাশাপাশি রয়েছে দুটি গাড়ি রাখার পার্কিং স্পটও। তথ্য় অনুযায়ী, কীস্টোন রিয়েলটরস লিমিটেড ২৩ অক্টোবর অ্য়াপার্টমেন্টটি অভিনেত্রীকে বিক্রি করেন।
আরও পড়ুন...
শাড়ি-সিঁদুরে সজ্জিতা হয়ে যশের সঙ্গে ছবি পোস্ট, তারপরই কটাক্ষের শিকার নুসরত
প্রীতি অনুরাগীরা জানবেন, খুব ছোট বয়সেই বাবাকে হারান তিনি। অভিনেত্রীর বয়স যখন মাত্র ১৩ বছর, তখন একটি গাড়ি দুর্ঘটনায় তাঁর বাবা মারা যান। ওই দুর্ঘটনায় গুরুতর জখম হন প্রীতি জিন্টার মা। দুর্ঘটনার পর প্রায় দুটো বছর শয্যাশায়ী ছিলেন তিনি। তারপর ১৯৯৬ সালে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে প্রীতি জিন্টার সঙ্গে দেখা হয় এক নামী পরিচালকের। তাঁর হাত ধরেই বিজ্ঞাপনের জগতে প্রথমবার মুখ দেখান প্রীতি। এরপর একাধিক বিজ্ঞাপনে দেখা গিয়েছে বলিউডের এই মিষ্টি অভিনেত্রীকে। পরের বছরই একটি অডিসনে শেখর কপূরের সঙ্গে দেখা হয় প্রীতি জিন্টার। অডিশনে অভিনেত্রীকে দেখার পরই তাঁকে অভিনয়ে আসার প্রস্তাব দেন তিনি। 'কেয়া কহেনা' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করার কথা ছিল প্রীতি জিন্টার। কিন্তু ছবিটি মুক্তি পেতে অনেক সময় নেয়। তার আগেই মুক্তি পায় তাঁর ছবি 'দিল সে'। একাধিক ছবির জন্য পুরস্কৃত হয়েছেন প্রীতি জিন্টা। হিন্দি ছাড়াও দক্ষিণী ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি। ইংরেজিতে অনার্স নিয়ে স্নাতক হন প্রীতি জিন্টা। পরবর্তীকালে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন ক্রিমিনাল সাইকোলজি নিয়ে। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি আগ্রহ ছিল প্রীতি জিন্টার। বিশেষ করে বাস্কেটবল খেলতে তিনি খুবই পছন্দ করতেন।
শোনা যায়, সকালে একেবারেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারতেন না প্রীতি জিন্টা। শ্যুটিংয়ে দেরি করে আসার জন্য় নানা সময়ে পরিচালকদের কাছে বকুনিও খেতে হত তাঁকে।একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন বড় মনের মানুষও প্রীতি জিন্টা। নারী সুরক্ষা এবং শিশু সুরক্ষার জন্য অনেক কাজ করেন তিনি। ২০০৯ সালে নিজের জন্মদিনে ৩৪টি মেয়ের পড়াশোনা, খাদ্য এবং পোশাকের দায়িত্ব নেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial