নয়াদিল্লি: বুধবার সোশ্যাল মিডিয়ায় 'রহস্যময়ী নারী'র (mystry girl) মুখের একাংশের ছবি পোস্ট করেন অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। তাঁর আগামী ছবি 'ভুল ভুলাইয়া ৩'-এ (Bhool Bhulaiyaa 3) দেখা যাবে সেই 'রহস্যময়ী'কেই। দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চলার পর নিজেই ঘোষণা করলেন তাঁর নাম। এবার হরর কমেডি ঘরানার (Horror Comedy) ছবিতে কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি দিমরি (Tripti Dimri)। 'রহস্যময়ী নারী'র মুখের একাংশ দেখে অধিকাংশ নেটিজেনই ঠিক আন্দাজ করেছিলেন।
'ভুল ভুলাইয়া ৩' ছবির কাস্টে নয়া সংযোজন, থাকবেন তৃপ্তি দিমরি
বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন কার্তিক। টেবিলের ওপর রাখা পাজেলের একটি টুকরো, যার ওপরে এক মহিলার মুখের একাংশের ছবি। পাশে মোমবাতি, লন্ঠন, তালা ও চাবি। তার কাছেই একটি কার্ডে ছবির নাম লেখা। ভুতুড়ে পরিবেশে তৈরি ছবি।
দর্শকদের নাম আন্দাজ করতে বলেন অভিনেতা। তবে মজা করে ক্যাপশনে লেখেন, 'কেবলমাত্র ভুল উত্তর দেওয়া চলবে'। ফলে অনেকেই বুঝতে পারেন, কিন্তু মজা করে নানা ধরনের নাম বলতে থাকেন। অবশেষে গোটা মুখের ছবি পোস্ট করেন তিনি নিজেই। দেখা যায় কার্তিকের সঙ্গে এবার জুটি বাঁধবেন রণবীর কপূরের 'অ্যানিম্যাল' সহ-অভিনেত্রী তৃপ্তি দিমরি। কার্তিক আরিয়ান এদিন শেষ পোস্টটি করে লেখেন, 'ভুল ভুলাইয়ার দুনিয়া স্বাগত জানাই তোমায় তৃপ্তি দিমরি'। 'ভুল ভুলাইয়া ২' ছবিতে মুখ্য চরিত্রে অর্থাৎ রুহ বাবার চরিত্রে অভিনয় করেছিলেন কার্তিকই। তবে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল কিয়ারা আডবাণীকে। বড়পর্দায় এমনিতে কিয়ারা ও কার্তিকের জুটি হিট। ফলে জল্পনা চলছিলই যে তৃতীয় ছবিতেই ফের কিয়ারা ফিরবেন কি না। কিন্তু এখন পরিষ্কার যে 'অ্যানিম্যাল' ছবির সাফল্যের পর কিয়ারার বদলে নায়িকার স্থান নিলেন তৃপ্তি।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই কার্তিক আরিয়ান ও ছবির নির্মাতাদের তরফে ঘোষণা করা হয় যে 'ভুল ভুলাইয়া ৩'-এ দেখা যাবে বিদ্যা বালানকে। 'ভুল ভুলাইয়া' ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবির মঞ্জুলিকা এবার তৃতীয় সংস্করণেও থাকবেন। তাঁর বিখ্যাত 'আমি যে তোমার' গানের অংশ পোস্ট করে এই ঘোষণা করা হয়। শোনা যাচ্ছে মার্চ মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে, যার অনেকাংশই শ্যুট হবে কলকাতায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।