কলকাতা: মেয়ে হলে সাধারণত তাকে লক্ষ্মী বলারই প্রচলন। বাঙালি বাড়ি এই রীতিনীতিতেই অভ্যস্থ। তবে অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhury) ও সুদীপ সরকার তাঁদের কন্যাকে পরিচয় করেছিলেন, লক্ষ্মী নয়, 'রানি' বলে। মা হলেন ছোটপর্দার অভিনেত্রী অনিন্দিতা। বর্তমানে তিনি 'তেঁতুলপাতা' ধারাবাহিকে অভিনয় করছিলেন। সন্তানের আসার জন্য ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। আর সোমবার সকালে তিনি খবর দিলেন, কোলে এসেছে কন্যাসন্তান। অভিনেত্রীর কোলে কন্যা আসার খবর শুনে আনন্দে ভেসেছে সোশ্যাল মিডিয়া। প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। 

অন্তঃসত্ত্বা হওয়ার পরেও ধারাবাহিকের শ্যুটিংয়ে উপস্থিত থেকেছেন অনিন্দিতা। শ্যুটিং করে গিয়েছেন নিয়মিত। সুস্থই ছিলেন তিনি। সন্তান জন্মের পরে হাসপাতালেই রয়েছেন তিনি। তাঁর শরীরের ওপর যথেষ্ট ধকল গিয়েছে ফলে হাসপাতালেই থাকতে হবে তাঁকে। তবে মেয়েকে লক্ষ্মী নয়, রানি হিসেবে পরিচয় করিয়ে দিয়ে যেন অন্য পথে হেঁটেছেন অনিন্দিতা ও সুদীপ। বর্তমান সমাজে মেয়ে আসলে যেন দায়িত্ব বেড়ে যায়। সেই দায়িত্ব যেন বেড়ে গেল সুদীপ আর অনিন্দিতারও। এখনও পর্যন্ত মেয়ের নাম ঠিক করেননি তাঁরা। 

সোশ্যাল মিডিয়ায় অনিন্দিতা ও সুদীপ শেয়ার করে নিয়েছেন একটি ছোট্ট হাতের ছবি। সেই হাতে যেন হৃদয়ের চিহ্ন আঁকা। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে লেখা, রানি এসে গিয়েছেন। অনিন্দিতা ও সুদীপ। সঙ্গে লেখা রয়েছে মেয়ের জন্মের তারিখও। অন্তঃসত্ত্বা হওয়ার পরে কাজের মধ্যেই ছিলেন অনিন্দিতা। তিনি বাড়িতে বসে বিশ্রাম নেওয়ায় তেমন রাজি ছিলেন না। সেই কারণেই  তিনি বজায় রেখেছিলেন কাজ। তবে শেষের কয়েকটা দিন ছুটি নিয়েছিলেন অনিন্দিতা। সেই সময়ে তিনি বাড়িতে বসে, পুরনো দিনের সিনেমা দেখে সময় কাটিয়েছিলেন।

২০২২ সালে, ঘনিষ্ঠদের উপস্থিতিতে আইনি বিবাহ সারেন সুদীপ ও অনিন্দিতা। মাত্র ৫৫ জনের উপস্থিতিতে বিবাহ সারেন অনিন্দিতা। কাজ থেকে মাত্র ১ দিনের ছুটি নিয়েছিলেন তিনি। লাল বেনারসিতে সেজেছিলেন অনিন্দিতা। সকালে ছিল অনুষ্ঠান। সন্ধ্যে হতেই শ্বশুরবাড়ি রওনা দিয়েছিলেন নববধূ। 

 

আরও পড়ুন: Ranveer Allahbadia: ‘নীতিবোধ ও স্বাধীনতার মধ্যে ভারসাম্য জরুরি’, BeerBiceps-কে নিয়ে কড়া আদালত, এবার কি আইনের খাঁড়া?