Anindya Chatterjee: মুক্তির অপেক্ষায় 'বেলাশুরু', প্রকাশ্যে অনিন্দ্যর প্রথম লুক

Anindya Chatterjee Update: এর আগে দফায় দফায় মনামী ঘোষ, অপরাজিতা আঢ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। 'বেলাশেষে' ছবিতে মনামী ঘোষের বিপরীতে দেখা গিয়েছিল অনিন্দ্য চট্টোপাধ্যায়কে।

Continues below advertisement

কলকাতা: বছরের শুরুতেই নতুন ছবি ও সেগুলির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল 'উইন্ডোজ প্রোডাকশন হাউজ'-এর (Windows Production House) তরফ থেকে। সেই শিডিউল অনুযায়ী আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে 'বেলাশুরু' (Belashuru)। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির একাধিক চরিত্রের প্রথম লুক একে একে প্রকাশ্যে আসছে।

Continues below advertisement

শুক্রবার ছবির অন্যতম চরিত্র পলাশ অর্থাৎ অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্রথম লুক (Anindya Chatterjee First Look) প্রকাশ্যে এল। প্রযোজনা সংস্থার তরফে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'রোল সাউন্ড ক্যামেরা অ্যাকশন.../ হতে চলেছে সাত বছরের অপেক্ষার অবসান.../ আসছে আমাদের ছোটো জামাই পলাশ!'

 

উইন্ডোজের জনপ্রিয় ছবি 'বেলাশেষে'র পর এবার আসছে 'বেলাশুরু'। প্রসঙ্গত দুই ছবিরই মুখ্য চরিত্রে থাকা সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত, দুজনেই গত হয়েছেন।

এর আগে দফায় দফায় মনামী ঘোষ (Monami Ghosh), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) প্রমুখের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। 'বেলাশেষে' ছবিতে মনামী ঘোষের বিপরীতে দেখা গিয়েছিল অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। 

আরও পড়ুন: Srabanti Chatterjee: বেজিকাণ্ডে সোমবার বিধাননগর আদালতে গোপন জবানবন্দির জন্য তলব শ্রাবন্তীর

Continues below advertisement
Sponsored Links by Taboola