কলকাতা: বেজিকাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) আগামী সোমবার বিধাননগর আদালতে তলব করা হল। এদিন আদালতে গোপন জবানবন্দি হওয়ার কথা টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর। অন্যদিকে বেজিকাণ্ডে ধৃত শ্রাবন্তীর গাড়িচালকের মঙ্গলবার পর্যন্ত জেল হেফাজতের ঘোষণা করা হয়েছে।


বেজিকাণ্ডে নেপালগঞ্জ থেকে গ্রেফতার করা হল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) গাড়ির চালককে (Driver)। বেজিকে শিকল পরিয়ে শ্যুটিং স্পটে আনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। কেন্দ্রীয় সংস্থা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল (Wild Life Crime Control) গ্রেফতার করে। বন্যপ্রাণ আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 


বুধবার সন্ধ্যায় শ্রাবন্তীর গাড়ির চালককে গ্রেফতার করা হয়। গত ১৫ জানুয়ারি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় একটি বেজির গলায় শিকল বাঁধা অবস্থায় রয়েছে। গোটা বিষয়টা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের নজরে আসে এবং অভিনেত্রীকে কিছুদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। একবার নয়, দুবার করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই বেজির মালিক কে, কোথা থেকে তাকে নিয়ে আসা হয় এই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। 


আরও পড়ুন: ''ইতিহাস মনে রাখে তাঁদের, যাঁরা ইতিহাস তৈরি করতে জানে'', ভগবন্ত সিংহ মানকে শুভেচ্ছাবার্তা কপিল শর্মার


ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সূত্রে খবর, ওই বেজিটির মালিকানা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গাড়ির চালকের কাছে। তিনি যেভাবে বেজিটিকে গলায় শিকল দিয়ে রাখেন এবং তারপর সেই প্রাণিটিকে শ্যুটিং স্পটে নিয়ে আসা হয়, তা বন্যপ্রাণ আইনকে লঙ্ঘন করে। সেই কারণেই অভিনেত্রীর গাড়ির চালককে গ্রেফতার করা হয়। কাল তাঁকে আদালতে পেশ করা হবে। 


প্রসঙ্গত, গতকাল দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের পর যখন বেরিয়ে যান অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সেই পথে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। অভিনেত্রী তখন বলেন, 'যে ছবিটা আমি বেজির সঙ্গে তুলেছিলাম সেটা নিয়ে তদন্ত চলছে। যাঁর বেজি ছিল তিনিও এসেছেন। শ্যুটিং করছিলাম, কারও একটা বেজি ছিল। আমি ধরে আদর করছিলাম।'