কলকাতা: ২৫ দিন পার করেও জয়যাত্রা অব্যহত। অন্ধকার প্রেক্ষাগৃহে এখনও আলো ছড়াচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) রসায়ন। সৌজন্যে 'বেলাশুরু' (Belashuru)। তবে শুধু ছবি নয়, 'বেলাশুরু'-র প্রতিটা গানের সুরই ছুঁয়ে গিয়েছে দর্শকদের। আর গোটা ছবির সুরের দায়িত্ব যাঁর কাঁধে, তিনি অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। 


দর্শকেরা 'টাপা টিনি'-র তালে নাচছে, আবেগে ভাসছে 'সোহাগে আদরে', ভাবাচ্ছে 'বেলাশুরু', একজন শিল্পী হিসেবে কতটা ভালোলাগা কাজ করে? অনিন্দ্য বলছেন, 'ছবিটা সম্পূর্ণ তৈরি হয়ে কোভিডের কারণে একদিন পড়েছিল যে গানগুলো মাথা থেকে প্রায় বেরিয়ে গিয়েছিল। ছবি মুক্তি পাওয়ার পরে প্রত্যেকটা গান এতটা জনপ্রিয় হয়েছে এটা খুব ভালো লাগছে।'


কোনও বিশেষ মন্তব্য আলাদা করে ভালো লাগা তৈরি করেছিল? আড্ডায় হাজির অনুপম রায় (Anupam Roy) ও। হাসতে হাসতে বললেন, 'আমার নিজেরই হয়েছিল। টাপা টিনি শোনার পরে আমি অনিন্দ্যকে ফোন করেছিলাম। বিশ্বাস করতে পারিনি ওটা একটা নতুন লেখা গান। ভেবেছিলাম পুরনো কোনও লোকগীতি হবে। কিন্তু গানটা অনিন্দ্যদা নতুন লিখেছে এটা জেনে ভীষণ অবাক হয়েছিলাম। তারপরে যে মানুষের গানটা এত ভালো লেগেছে সেটা খুব বড় পাওয়া।' খুনসুটি করে অনিন্দ্য যোগ করলেন, 'পরের বার ইচ্ছা আছে স্বরচিত রবীন্দ্রসংগীত লেখার। দেখা যাক যদি শিবু (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) সুযোগ দেয়।'


'টাপা টিনি' যখন রেকর্ড হল, এই জনপ্রিয়তা আশা করেছিলেন অনিন্দ্য? সঙ্গীতশিল্পী বলছেন, 'শিবু গানটা সোনার পর খুব হই হই করেছিল। টাপা টিনি-র সঙ্গে প্রথম নাচ করেছিল জিনিয়া (জিনিয়া সেন)। অফিসের ছাদে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে। শিবু খুব হইহই করেছিল গানটা শুনে। তখনই মনে হয়েছিল গানটা হয়ত দর্শকদের ভালো লাগবে। তবে এত লোক নাচবে এটা আমি ভাবতে পারিনি। ওয়ার্ল্ড মুভি কার্নিভালে বিভিন্ন ভাষার গান হয়। সেখানে মাত্র ২টি বাংলা গান জায়গা পেয়েছে। তার মধ্যে একটা 'টাপা টিনি'। এগুলো শুনে সত্যি অবাক লাগছে, ভালো লাগছে। আর ভরসা পাচ্ছি যে একটা হিট গান তো হল, তাহলে আরও কিছু কাজ পাব।' হেসে উঠলেন অনিন্দ্য।


আরও পড়ুন: Sonam Kapoor: সাদা পোশাকে অপরূপা সোনম, জন্মদিনের উপহার যেন মাতৃত্বই


করোনা পরিস্থিতি পেরিয়ে আবার হলমুখী দর্শক। একজন শিল্পী হিসেবে কতটা প্রেরণা গেয় এই পরিস্থিতি? অনিন্দ্য বলছেন, 'গান সবসময়েই ছিল। গান না থাকলে আমরা এই কঠিন সময়টা পেরোতে পারতাম না। তবে দর্শক নতুন গানকে আপন করে নিচ্ছেন আর সেই গানের তালিকায় যে আমরাও আছি এটাই ভালোলাগার।'


এই ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন কবীর সুমন (Kabir Suman)। সেও অনিন্দ্যের তত্ত্বাবধানেই। সঙ্গীলশিল্পী বলছেন, 'এই ছবিতে আমি কবীর সুমনকে দিয়ে এমন গুরুত্বপূর্ণ একটা গান গাওয়াতে পেরেছি এটা আমার বিশাল বড় পাওয়া। গোটা 'বেলাশুরু' সফরটাই মনে রাখার মতো।'