কলকাতা: ইন্টারনেটে (Internet) এখন অপটিকাল ইলিউশন (Optical Illusion) অত্যন্ত জনপ্রিয় বিষয়। সময় এলেই সকলেই ছবির ধাঁধার উত্তর খুঁজতে বসে যান। গবেষকরা বলছেন, এর প্রভাব কিন্তু আদতে ভালই। এই অপটিকাল ইলিউশন দেখলে চোখ ও মাথা দুইই ভাল থাকে। নিজের কর্মক্ষমতাও অনেকটা বৃদ্ধি পায়। তবে এই ধরনের অপটিকাল ইলিউশন কিন্তু বাস্তবে থাকে না। এগুলি সবটাই বানানো হয়ে থাকে। একাধিকের ওপর এই সমীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে মাত্র ১ শতাংশ সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। 


 এই অপটিকাল ইলিউশন নিয়ে একটি চ্যালেঞ্জও জানান হয়েছে। বলা হয়েছে ৪০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে ছবিতে ঠিক কতগুলি বাঘ রয়েছে! আর এই চ্যালেঞ্জের উত্তর দিতে রীতিমতো বেগ পেতে রয়েছে নেটিজেনদের। কারণ ১টি, ২টি কিংবা ৫টি নয়। মোট ১৬টি বাঘ রয়েছে ছবিটিতে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। গোটা ছবিতে নানা ভাবে লুকিয়ে রয়েছে তারা। 


আরও পড়ুন, ছবিতে ঠিক কতগুলি ৭ সংখ্যা রয়েছে, উত্তর দিতে পারেননি ৯৯ শতাংশই; আপনি পারবেন?


টিকটকের জনপ্রিয় স্টার হেকটিক নিক এই ছবিটি পোস্ট করেছেন। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন ৪০ সেকেন্ডের মধ্যে ১৬টি বাঘ যদি কেউ খুঁজে দিতে পারেন তাহলে তার এই ছবি বানানো সার্থক। কিন্তু আশ্চর্যের বিষয় হল সঠিক উত্তর দিতে পারেননি অনেকেই। কারণ ৪০ সেকেন্ডের মধ্যে উত্তর খুঁজে বের করা মোটেও সহজ কাজ নয়।                                                                            




আপনিও এই চ্যালেঞ্জটি নিতেই পারেন। ঘড়িতে ৪০ সেকেন্ডের টাইমার সেট করে দেখুন তো উত্তর দিতে পারেন কি না। 




যদি পারেন তাহলে নিঃসন্দেহে বলতে হবে এই চ্যালেঞ্জ আপনি জিতে গিয়েছেন শুধু তাই নয়, আপনার চোখ ও মস্তিষ্কও যথেষ্ট দক্ষ বলেই মনে করা হচ্ছে। যদি না পেরে থাকেন তবে আপনার জন্য রইল সমাধান সূত্র।