কলকাতা: ব্যোমকেশ এলেন। সঙ্গে এলেন নতুন বন্ধু। অজিত আর ব্যোমকেশের বন্ধুত্বের কথা তো বইয়ের পাতাতেই রয়েছে। ছবিতেও তার দেখা মিলেছে বার বার। তবে 'হইচই' (Hoichoi)-এর ব্যোমকেশের নতুন সিজনে ব্যোমকেশরূপী অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya)-র সঙ্গী হিসেবে দেখা যাবে সুব্রত দত্ত (Subrat Dutta) নয়, ভাস্বর চট্টোপাধ্যায়কে (Bhaswar Chatterjee)। এই প্রথম ব্যোমকেশের সঙ্গীবদল হল 'হইচই'-তে।
পর্দায় অবশ্য এর আগে একাধিকবার অজিতের চরিত্রে বদল এনেছেন পরিচালক। সেই তালিকায় নবতম সংযোজন সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra MUkherjee)। অরিন্দম শীলের (Arindam Sil)-এর শেষ ব্যোমকেশে অজিতের ভূমিকায় দেখা গিয়েছিল সুহোত্রকে। ব্যোমকেশ হিসেবে ছিলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও সত্যবতী সোহিনী সরকার (Sohini Sarkar)। হইচই এর নতুন সিরিজ ব্যোমকেশ ও পিঁজরাপোলে অনির্বাণের সঙ্গী হচ্ছেন ভাস্বর। এই খবর শেয়ার করে নেওয়া হয়েছে হইচই এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। নিজের প্রোফাইল থেকেও ব্যোমকেশের নতুন পোস্টার শেয়ার করে নিয়েছেন ভাস্বর।
আরও পড়ুন: 'Mukut': এক সাহসী নারীর লড়াইয়ের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'মুকুট'
নতুন শেয়ার করা পোস্টারে উঁকি দিচ্ছে সিরিজ মুক্তির তারিখও। সবকিছু ঠিকঠাক থাকলে ৭ এপ্রিল ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা 'ব্যোমকেশ ও পিঁজরাপোল'। এই প্রথম সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করার পাশাপাশি সিরিজের ক্রিয়েটভ ডিরেক্টরের গুরুদায়িত্বও সামলেছেন অনির্বাণ। তাই কেবল অজিত নয়, ব্যোমকেশে এবার অনেক নতুন চমক দেখার অপেক্ষায় দর্শকেরা। 'মন্দার' এবং তারপরে 'বল্লভপুরের রূপকথা' পরিচালক হিসেবে অনির্বাণের থেকে দর্শকদের প্রত্যাশা বাড়িয়েছে বই কি।
সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টার শেয়ার করে ভাস্বর লিখেছেন, 'এটা অফিসিয়াল। হ্যাঁ আমিই অজিত। নতুন সিজনে, নতুন রূপে তৈরি আমাদের প্রিয় সত্যান্বেষী ও তার সঙ্গী!' অভিনেতাও জানিয়েছেন, ৭ এপ্রিল মুক্তি পাচ্ছে নতুন এই সিজন। খবর শেয়ার করা মাত্রই অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন নতুন অজিতকে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানা গল্পের অবলম্বনে তৈরি এই সিরিজের গল্প।
প্রসঙ্গত, ব্যোমকেশের চিড়িয়াখানা-কে প্রথম পর্দায় তুলে ধরেছিলেন সত্যজিৎ রায় (Satyajit Roy)। ব্যোমকেশ সিরিজের মাত্র একটিই গল্প পরিচালনা করেছিলেন তিনি। উত্তমকুমারকে দেখা গিয়েছিল ব্যোমকেশের ভূমিকায়। পরবর্তীতে অবশ্য চিড়িয়াখানা ছবিটি নিয়ে একাধিকবার সিনেমা তৈরি হয়েছে।