কলকাতা: বাংলা ধারাবাহিকের (Serial) তালিকায় নতুন সংযোজন। জনপ্রিয় চ্যানেল জি বাংলা (Zee Bangla) নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'মুকুট' (Mukut)। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শ্রাবণী ভুঁইয়া (Shrabani Bhunia) ও অর্ঘ্য মিত্রকে (Arghya Mitra)। আগামী ২৭ মার্চ মুক্তি পাচ্ছে এই ধারাবাহিক। সম্প্রতি নতুন এই ধারাবাহিকে লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক, প্রযোজক ও সকল কলাকুশলীরা।


নতুন ধারাবাহিক 'মুকুট'


স্নেহাশিস চক্রবর্তীর লেখা ও পরিচালনায় আসছে নতুন ধারাবাহিক 'মুকুট'। এক সাহসী মহিলার গল্প বলবে এই ধারাবাহিক। এর সঙ্গীত পরিচালক স্নেহাশিসই। তিনি সহ প্রযোজকও বটে। এছাড়া ধারাবাহিকের অন্যতম প্রযোজক 'ব্লুজ প্রোডাকশন'। 


'মুকুট' এমন এক মেয়ের গল্প বলে যাকে বড় করেছে তার শিল্পী বাবা, যিনি দুর্গা প্রতিমা গড়েন। মুকুটের সবসময়েই মনে হত যে কেন মা দুর্গার সমস্ত হাতে এত অস্ত্রশস্ত্র। কারণ সে সর্বদাই দেখেছে এক মা সমস্ত বাধাবিপত্তি পার করে তার ভালবাসা ও উষ্ণতা দিয়ে, সেখানে তো অস্ত্র, রক্তক্ষরণ বা হিংস্রতার কোনও ঠাঁই নেই। মুকুটের বিয়ে হয় রায়ানের সঙ্গে। সে সামাজিক ন্যায়বিচারের একজন উত্সাহী উকিল এবং নারী পাচারের বিরুদ্ধে লড়াই করেন। পরিবর্তনকে প্রভাবিত করার এবং প্রান্তিক ব্যক্তিদের জীবনকে উন্নত করার লক্ষ্য নিয়ে, তিনি তাঁর কাজের মাধ্যমে সচেতনতা বাড়াতে এবং কর্মকে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। তবে শ্বশুরবাড়ির এক গোপন সত্য যখন প্রকাশ্যে আসে তখন ওলটপালট হয়ে যায় মুকুটের জীবন। তাঁর শ্বশুরবাড়িরই এক ব্যক্তি নারী পাচারের সঙ্গে গভীরভাবে জড়িত বলে সে জানতে পারে। এখান থেকেই এক গুরুত্বপূর্ণ মোড় নেয় ধারাবাহিকের গল্প, কারণ এখান থেকেই পারিবারিক সম্পর্কের খাতিরে ঠিক ও ভুলের মাঝের সূক্ষ্ম ফারাকটা মুছে যেতে শুরু করে মুকুটের জীবনে।


চিফ ক্লাস্টার অফিসার (পূর্ব) সম্রাট ঘোষের তরফে বলা হয়, 'আমাদের নতুন অনুষ্ঠান, মুকুটের মূল চরিত্র একজন তরুণী যিনি দৃঢ় নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে বাংলার প্রাণকেন্দ্রে বেড়ে উঠেছেন। তাঁর প্রেমে ভরা চরিত্র এবং মনের মাধ্যমে তাঁর চারপাশে ঘটতে থাকা বিভিন্ন সামাজিক বাধাগুলি সমাধান করার ক্ষমতা রয়েছে। এবং যদি কোনও অনিয়ন্ত্রিত পরিস্থিতি দেখা দেয় তবে তাঁর অস্ত্র হাতে নেওয়া এবং সমস্যার মুখোমুখি হওয়ার ক্ষমতাও রয়েছে।'


আরও পড়ুন: Rani Mukerji: নরওয়েতে বলিউড ছবির সর্বকালের সর্বোচ্চ আয়ের নিরিখে শীর্ষে রানির 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'


'মুকুট' ধারাবাহিকে অভিনয় করবেন শ্রীপর্ণা রায়, আনন্দ ঘোষ, শুভাশিস মুখোপাধ্যায় ও অন্যান্য অনেকেই। ২৭ মার্চ থেকে মুকুটের গল্প দেখতে পাবেন 'জি বাংলা'য় প্রত্যেক সোমবার থেকে শুক্রবার, রাত সাড়ে ৯টায়।