Vivo Phones: ভিভো- র ফোনের ক্যামেরা এমনিতেই ইউজারদের বেশ পছন্দের। এবার আরও আধুনিক ক্যামেরা ফিচার নিয়ে আসছে ভিভো- র নতুন ফোন। চিনে ইতিমধ্যেই ভিভো এক্স৩০০ সিরিজ লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, ভারতেও ভিভো- র এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে। চিনে ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো ফোন লঞ্চ হয়েছে। এই দুই ফোনই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে ভিভো এক্স৩০০ সিরিজের ফোনের নাম দেখা গিয়েছে। তাই অনুমান ভিভোর এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।
শোনা যাচ্ছে, ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো, এই দুই ফোন চিনে যেভাবে লঞ্চ হয়েছে, সেই ভ্যারিয়েন্টের মতো মডেলই ভারতেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফিচার, স্পেসিফিকেশন, ডিজাইনে মিল থাকবে। ভারতের পাশাপাশি ভিভো এক্স৩০০ সিরিজের ফোন দু'টি বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চ হতে পারে। ভিভোর এই দুই ফোনের মূল আকর্ষণ এদের ক্যামেরা। টেলিকনভার্টার লেন্স নিয়ে চিনে লঞ্চ হয়েছে ভিভো এক্স৩০০ সিরিজের ফোন। সেই ভাবেই ভারতে এবং বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চ হবে বলে অনুমান। টেলিফটো লেন্স আজকাল অনেক সংস্থার ফোনের ক্যামেরাতেই থাকে। তবে Telephoto Extender Kits নিয়ে ফোন লঞ্চ হতে সেভাবে দেখা যায় না। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভিভো এক্স৩০০ সিরিজের ফোনের সাহায্যেই ক্যামেরার মতো ঝকঝকে ছবি তুলতে পারবেন ইউজাররা।
শোনা যাচ্ছে, ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো - এই দুই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে Zeiss Telephoto Extender Kit সাপোর্ট থাকতে পারে। এই প্রথম বিশ্বের কোনও দেশে, ভারতে কোনও ফোন লঞ্চ হতে চলেছে এই বিশেষ ক্যামেরা ফিচার সমেত। এই তথ্য প্রকাশ্যে এনেছেন টিপস্টার যোগেশ ব্রার। ভিভো এক্স৩০০ সিরিজের এই দুই ফোনে Zeiss সংস্থার 2.35x টেলিকনভার্টার লেন্সের সাপোর্ট থাকতে চলেছে। এর সাহায্যে ইউজার অপটিকাল জুম বাড়াতে পারবেন নিশ্চিন্তে। কারণ ছবির গুণমান নষ্ট হবে না। অনুমান করা হচ্ছে, ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। যদিও আনুষ্ঠানিক লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। বেশিরভাগ ক্ষেত্রেই চিনে লঞ্চ হওয়া মডেলের সঙ্গে মিল থাকবে। সামান্য কিছু পরিবর্তন হতে পারে।