কলকাতা: এই গল্প বন্ধুত্বের। এই গল্প শত্রুতার। এই গল্প বিশ্বাসের আবার বিশ্বাস ভাঙারও। এখানে প্রেম আছে, পাগলামি আছে... আর আছে এর ষড়যন্ত্র। অথৈ আর গোগোর অদ্ভূত এক সম্পর্কের সমীকরণে বাঁধা এই গল্প। 'অথৈ' (Athhoi)। শেক্সপিয়ারের বিশ্ববন্দিত সাহিত্য 'ওথেলো'-র এই নাট্যরূপে আগেই মজেছিলেন, মুগ্ধ হয়েছিলেন দর্শক। আর এবার পালা রুপোলি পর্দার। দায়িত্ব সেই একই কলাকুশলীদের কাঁধে। 


প্রকাশ্যে এসেছে নতুন ছবি 'অথৈ' (Athhoi) -এর ট্রেলার। এর আগে মঞ্চে একাধিক সফল নাটক পরিচালনা করেছেন অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay)। বড়পর্দাতেও অর্ণ সফল অভিনেতা। তবে এই প্রথম তিনি বড়পর্দায় পরিচালকের আসনে, সেই সঙ্গে ছবির মুখ্যভূমিকাতেও। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya)। তবে এই দুই অভিনেতা পরিচালককেই দেখা যাবে ছবির দুই মুখ্যচরিত্রে। কিংবদন্তি সাহিত্য 'ওথেলো'-র অনুকরণেই 'অথৈ'।


ছবিতে অথৈ লোধা (Athhoi Lodha)-র ভূমিকায় দেখা যাবে অর্ণকে। 'ওথেলো'-র ইয়াগো এই গল্পে 'গোগো'। যাঁরা মঞ্চে 'অথৈ' নাটকটি  দেখেছেন,  তাঁদের মনে এই চরিত্রে অনির্বাণের ঠাণ্ডা ক্রুর অভিনয় দাগ কাটতে বাধ্য। পর্দাতেও 'গোগো'-র চরিত্রে দেখা যাবে অনির্বাণকেই। শেক্সপিয়ারের ‘ডেসডিমোনা’  এই গল্পে দিয়ামোনা। এই ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকার (Sohini Sarkar)-কে।


এই ছবি নিয়ে পরিচালক অভিনেতা অর্ণ বলছেন, 'অথৈ ছবিটা বহু বছরের ভালবাসা নিয়ে গড়া। এই ট্রেলার মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে মানুষের মধ্যে যে দৈত্যটা লুকিয়ে থাকে, তাকেই। আশা করি মানুষের চরিত্রের বিভিন্ন দিক, আবেগ এইসব নিয়ে সমস্ত বার্তা দর্শকদের কাছে সফলভাবে পৌঁছে দিতে পারবে এই ছবি।' অনির্বাণ বলছেন, 'এই ছবিটা তৈরির শুরু থেকেই আমরা একটা বিষয় নিয়ে ভীষণ স্পষ্ট ছিলাম যে কীভাবে আমরা শেক্সপিয়ারের পৃথিবীটাকে তৈরি করব। প্রত্যেকটা শট ডিভিশন ভেবেচিন্তে করা। প্রি থেকে পোস্ট প্রোডাকশনে আমাদের টিম প্রচন্ড খেটেছে। তবে মুক্তির দিন যত কাছে এগিয়ে আসছে, আমাদের চিন্তা হচ্ছে, উত্তেজনা হচ্ছে। আশা করি সব ভাল হবে।'


 






 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।