কলকাতা: ফের টলিউডে অচলাবস্থা। এবার, পরিচালক কিংশুক দে-র শ্যুটিং ঘিরে তৈরি হল জটিলতা। পরিচালক কিংশুক দে-র সিনেমার শ্যুটিংয়ে যোগ দিলেন না টেকনিশিয়ানরা। আজ থেকে বাঘাযতীনে তাঁর নতুন ছবির শ্যুটিং হওয়ার কথা ছিল, কিন্তু শ্যুটিংয়ে আসেননি টেকনিশিয়ানরা। জুলাই মাসে সিনেমা রিলিজ হওয়ার কথা থাকলেও, এই পরিস্থিতিতে কবে তা হবে জানেন না পরিচালক।
এর আগে, এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ও। তিনি বলছেন, 'টেকনিশিয়ান, যাঁদের নিয়ে আমরা শ্যুটিং করি, তারা এসে পৌঁছননি। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি.. আমাদের লড়াইটা ১ বছর হতে চলল। আমরা কিছু নিয়ম নিয়ে, কিছু এক্তিয়ার নিয়ে প্রশ্ন করেছিলাম। ইতিমধ্যেই আমরা একটা ভিডিও করে জানিয়েছি। আমাদের প্রশ্নটা একই রকম রয়েছে। কিন্তু আমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার পরিসর এই ১ বছরেও তৈরি হল না। আমাদের কাজগুলোতে আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা অসহযোগীতা করছেন। মাথায় রাখতে হবে, ১দিন যদি কোনও কাজ না হয়, তাহলে নিয়মিত রোজগারে আমাদের যে সমস্ত টেকনিশিয়ান ভাইয়েরা কাজ করেন, তাঁরা কিন্তু সেদিনের মজুরিটা পান না। সেদিনের একটা কাজ তাঁরা হারান। ফলে শুধুমাত্র যে পরিচালকদের কাজ হচ্ছে না এমনটা নয়, টেকনিশিয়ানদেরও কাজ হচ্ছে না। এইরকম একটা গুরুত্বপূর্ণ ব্যপার নিয়ে কেউ কোনও উচ্চবাচ্য করছেন না, কেউ কোনও কথা বলছেন না। কোনও আলোচনায়া যাচ্ছে না। এতে করে একটাই জিনিস আমার কাছে প্রতিভাত হচ্ছে যে, যে সমস্ত পরিচালক আদালতে গিয়েছেন, প্রাথমিকভাবে তাঁরা আলোচনা করতে চেয়েছিলেন। সেই আলোচনার প্রস্তাব যখন ফলপ্রসূ হয়নি, তখন তাঁরা আদালতে গিয়েছেন। তাঁরা যেন অপরাধী হয়ে গিয়েছেন। সেই মুহূর্তেই তাঁরা অন্যায়কারী হয়ে গিয়েছেন। এটাই আমি আমার মতো করে বুঝতে পারছি। দেখি এই অপরাধ মুক্তি আমাদের কবে ঘটে। তারপরে যদি কেউ আমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করার প্রয়োজন বলে মনে করেন, যদি আমাদের প্রশ্নের কোনও গুরুত্ব দেন, তখন ভাবা যাবে।'
প্রসঙ্গত, অনির্বাণ ভট্টাচার্য্যের গানের ব্যন্ড 'হুলিগানিজম'-এর শ্যুটিং ছিল এর আগে। কিন্তু টেকনিশিয়ানরা না আসায় সেই শ্যুটিং এখনও পর্যন্ত বন্ধই পড়ে রয়েছে। অনির্বাণের একটি ছবির কাজও আটকে রয়েছে। সম্প্রতি তাঁর একটি ছবি মুক্তি পাচ্ছে বটে, তবে সেই সিনেমার শ্যুটিং দীর্ঘদিন আগেই হয়ে গিয়েছিল।