হেডিংলে: আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্য়ান্ড টেস্ট সিরিজ। হেডিংলে ম্য়াচ দিয়ে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ। প্রাক্তন অজি ওপেনার ম্য়াথু হেডেন মনে করেন মনে করেন আসন্ন টেস্ট সিরিজে ভারতের তুরুপের তাস হতে পারেন কুলদীপ যাদব। আসন্ন টেস্ট সিরিজে কুলদীপ মোট ২০ উইকেট নিতে পারেন বলেও মনে করছেন বিশ্বজয়ী প্রাক্তন অজি ওপেনার।

রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর কুলদীপের সামনে সুযোগ চলে এসেছে ইংল্যান্ড সফরে নিজেকে প্রমাণ করার। তাঁকে হয়ত প্রথম টেস্ট থেকেই একাদশে খেলানোও হবে। এখনও পর্যন্ত কুলদীপ যদিও ১৩ টেস্ট খেলে মাত্র ৫৬ উইকেটই নিয়েছেন নিজের কেরিয়ারে। তবুও হেডেনের বাজি চায়নাম্য়ানই। 

হেডেন বলছেন ''আমি সত্যিই তাকিয়ে আছি যে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন পারফর্ম করতে পারে, তা দেখার জন্য। আমি নিশ্চিত এটা একটা শক্তিশালী সিরিজ হতে চলেছে। আমার মনে হয় ভারতের কুলদীপ যাদব আসন্ন সিরিজে ২০ উইকেট নিতে পারে। আমরা লিঁয়র ধারাবাহিকতা দেখেছি। শেষ অ্য়াশেজ সিরিজে ওঁর না থাকার অভাবও বোধ করেছে দল। দলে একজন পরণত স্পিনার থাকা যে কোনও সফল দলের লক্ষ্মণ।''

ভারত-ইংল্য়ান্ড টেস্ট সিরিজ শুরুর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আপ্রিকা মুখোমুখি হতে চলেছে। আগামী ১১ জুন থেকে লর্ডসে শুরু ম্য়াচ। হেডেন আশাবাদী যে অজি বোলিং অ্য়াটাক ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের সামনে সমস্যা তৈরি করতে পারবে। তিনি বলছেন, ''আমাদের দলে একাধিক নতুন প্লেয়ার উঠে এসেছে। তাদের এবার ব্যাটন ধীরে ধীরে তুলে নিতে হবে। আর কতদিন স্টিভ স্মিথ বা ওসমান খাওয়াজা খেলে যাবে। এখন চ্য়ালেঞ্জগুলো নতুন প্লেয়ারদের নিতে হবে ধীরে ধীরে।''

দু দিন আগেই কুলদীপের হয়ে গলা ফাটিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। এক সাক্ষাৎকরে তিনি জানিয়েছিলেন, ''রিস্ট স্পিনাররা সবসময়ই কার্যকরী ভূমিকা পালন করেন যে কোনও উইকেটে। বিশেষ করে খেলার শুরুতে। যখন উইকেট একটু শক্ত থাকে। তখন রিস্ট স্পিনাররা উইকেট থেকে সাহায্য পায়। সেখান থেকে উইকেট নেওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে তাঁরা।''

উল্লেখ্য, নিজের জীবনের দ্বিতীয় ইনিংসের গোড়াপত্তন করে ইংল্য়ান্ডে পাড়ি দিয়েছেন চায়নাম্য়ান। বাগদান সেরেছেন ছোটবেলার বান্ধবী বংশিকার সঙ্গে। লেডি লাকে কি জ্বলে উঠতে পারবেন কুলদীপ?