কলকাতা: দুজনেরই শিকড় মেদিনীপুরে। দুই অভিনেতার মধ্যে ব্যক্তিগত পরিসরে জমাটি বন্ধুত্ব ও রয়েছে। আর এবার তাঁরা পর্দায় একে অপরের বিপরীতে। দুজনে দুজনের শত্রুই বলা চলে। পর্দায় 'রঘু ডাকাত' এবার চরম শত্রু অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharya)। রবিবার 'রঘু ডাকাত'-এর তরফ থেকে আয়োজন করা হয়েছিল এক জমাটি সন্ধ্যার। রবিবার মধ্যগঙ্গায় The Nautilus Kolkata -এ পার্টির আয়োজন করা হয়েছিল এসভিএফ (SVF) আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে। আর সেখানেই, 'রঘু ডাকাত' ছবিতে নিজের কাজ করার অভিজ্ঞতা জানালেন অনির্বাণ ভট্টাচার্য।

Continues below advertisement

'রঘু ডাকাত'-এর প্রচারে অনির্বাণকে উল্লেখ করা হচ্ছিল 'পাওয়ার-স্টার' বলে। নতুন এই পরিচয় কেমন লাগছে অনির্বাণের? অভিনেতা বলছেন, 'বেশ লজ্জাই লাগছে। পাশাপাশি ভালই লাগছে। দেব আমায় এই নামটা দিয়েছে। আমি আল্পুত। তবে আসল পরীক্ষা তখনই হবে, যখন দর্শকদের সামনে ছবিটা আসবে। আমার আসল যে কাজ, অভিনয়, সেটা যখন দর্শকদের ভাল লাগবে, তখন আমি বুঝব, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।'

দেব আর অনির্বাণ দুজনেই মেদিনীপুরের ছেলে। পর্দায় একে অপরের সঙ্গে 'শত্রুতা' আর বাস্তবে বন্ধুত্ব? অনির্বাণ বলছেন, 'দেবের সঙ্গে এই কাজটা বলা যায়, আমার জীবনে একটা বৃত্ত সম্পূর্ণ হল। আমার ইন্ডাস্ট্রিতে ১০ বছর হল। আমার প্রথম ছবি ছিল, আরশি নগর। ২০১৫ সালে। সেখানে আমি দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলাম। এবার ২০২৫ সালে, 'রঘু ডাকাত'। এটা সত্যিই একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো। খুব ভাল লাগছে।'

Continues below advertisement

দেব জনপ্রিয়তা পাচ্ছেন, তবে মঞ্চে অনির্বাণ থাকলেও প্রায় সমানভাবেই উচ্ছ্বসিত হচ্ছেন অনুরাগীরা। 'ভিলেন'-কেও এত ভালবাসা! অনির্বাণ বলছেন, 'আসলে ভিলেন ক্রু় হলে, তবেই নায়কের শৌর্য প্রকাশ পায়। এই চরিত্রটার জন্য, শ্রীকান্তদা, দেব আর ধ্রুবদা ৩ জনেই আমায় বলেছিলেন, 'আমরা তোমার ওপরেই বিশ্বাস রাখছি। আমরা মনে করছি, এটা তুমি করলে ভাল হবে।' এত বড় একটা কমার্শিয়াল ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া.. এর আগে আমি খলচরিত্র করেছি। কিন্তু এই ছবির স্কেলটা গুরুত্বপূর্ণ। ছবিটার যে ওজন... ছবিটা পুজোয় মুক্তি পাবে, লক্ষ লক্ষ মানুষ ছবিটা দেখবেন। তাই মানসিকভাবে একটা চাপ তো কাজ করেই। তবে মনে হয়, আমি চরিত্রটা ভাল করে ফুটিয়ে তোলারই চেষ্টা করেছি।'

আজ থেকেই শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিং।