ট্রেন্ডিং

২৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা! ‘Hera Pheri 3’ নিয়ে টানাপোড়েন, পরেশ রাওয়ালকে কোর্টে নিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার?

অল্প বয়সে বাবা-কাকাকে হারিয়েছি, মা সাপোর্ট করেছিলেন বলেই ইন্ডাস্টিতে টিকে আছি

এবার করোনার থাবা বলিউডে! আক্রান্ত হয়েই সবাইকে সতর্ক করলেন এই অভিনেত্রী

কান-এর লাল গালিচায় ছেঁড়া গাউন! ফের ট্রোলের শিকার উর্বশী রাউতেলা

কোথায় সেই এক মাথা কোঁকড়া চুল! রাজ-কন্যা ইয়ালিনিকে দেখে অবাক নেটদুনিয়া
কোটি কোটি টাকা দিয়ে মুম্বইতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন তাপসী! রয়েছে কী কী সুবিধা?
'খোকা'-র বিয়ে মেনে নিতে পারছেন না সৃজিত! খবর ফাঁস করে দিলেন স্ত্রী মিথিলা
দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গেই বিয়ে পাকা করে ফেলেছেন সৃজিতের 'খোকা'। টলিউডের এই অভিনেতার মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় তাই বিভিন্ন প্রতিক্রিয়া লিখছেন তাঁরা। কিন্তু এবার একেবারে ঘরের কথা সবার সামনে বলে ফেললেন মিথিলা!
Continues below advertisement

কলকাতা: চলতি সপ্তাহেই বিয়ে করছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। প্রিয় নায়কের বিয়ের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ বা মনখারাপী পোস্টে ওয়াল ভরাচ্ছেন, আবার কেউ ব্যস্ত শুভেচ্ছাবার্তা জানাতে। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে আমন্ত্রিতের তালিকাও। স্বাভাবিকভাবেই সেখানে নাম রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের। কিন্তু অনির্বাণের বিয়ের খবর নাকি মেনেই নিতে পারছেন না পরিচালক! সোশ্যাল মিডিয়ায় গোপন খবর ফাঁস করলেন স্ত্রী মিথিলা।
দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গেই বিয়ে পাকা করে ফেলেছেন সৃজিতের 'খোকা'। টলিউডের এই অভিনেতার মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় তাই বিভিন্ন প্রতিক্রিয়া লিখছেন তাঁরা। কিন্তু এবার একেবারে ঘরের কথা সবার সামনে বলে ফেললেন মিথিলা! ট্যুইটারে একটি ছবি পোস্ট করেন মিথিলা, লেখেন, 'অনির্বাণদার বিয়ের খবর মেনে না নিতে পারা কয়েকজন'। সেখানে ৪ নম্বর ছবিটিতে জ্বলজ্বল করছে মুখ ভার করে বসে সৃজিতের একটি ছবি। যদিও নিছক মজা করতেই এই ছবিটি পোস্ট করেছেন তাঁর ঘরণী। ক্যাপশানে অবশ্য অনির্বাণকে শুভেচ্ছাও জানিয়েছেন মিথিলা।
মজার এই পোস্টটি বেশ মন কাড়ে অনুরাগীদের। অনেকেই আবার কমেন্ট সেকশনে জুড়ে দেন পরমব্রতর ছবিও। অনেকেই মজা করে বলেন, অনির্বাণের সহ অভিনেতারও নাকি এই বিয়ের খবরে একই অভিব্যক্তি।
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে