কলকাতা: করোনা আক্রান্ত টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য। সম্প্রতি নতুন ছবি 'গোলন্দাজ'-এর প্রিমিয়ারে এসেছিলেন তিনি। এরপরেই অসুস্থ বোধ করেন তিনি। আপাতত বাড়িতেই আইসোলেশানে রয়েছেন অভিনেতা। করোনা আক্রান্ত হলেও তিনি উপসর্গহীন।


অনির্বাণের বাড়ির কোনও সদস্যের শরীরে সংক্রমণ পাওয়া যায়নি। বাড়িতে নিজেকে আলাদা রেখেছেন অভিনেতা। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধও খাচ্ছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে গোলন্দাজ। সেই ছবিতে ভার্গবের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দর্শকদের প্রশংসাও পেয়েছেন তিনি। এই ছবির প্রিমিয়ারে আসার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। করোনা পরীক্ষা করালে পজিটিভ আসে তাঁর রিপোর্ট।


করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিলেন অনির্বাণ। বাড়ির কাছের একটি ক্লাবে কোভিড রিলিফ সেন্টার গড়ে তোলেন তিনি। অক্সিজেন পার্লারে দান করেন একটি অক্সিজেন কনসেনট্রেটরও। সেইসময় পরমব্রত চট্টোপাধ্যায়, অনুপম রায়, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়রা মিলে একটি অক্সিজেন পার্লারের ব্যবস্থা করেছিলেন। করোনা আক্রান্ত হলে সাধারণত শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। হাসপাতালে বেড ফাঁকা না পেলে ওই অক্সিজেন পার্লারে গিয়ে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা ছিল। সেখানেই কনসেনট্রেটর দিয়েছিলেন অনির্বাণ।


সদ্য সিনেমাহলে মুক্তি পেয়েছেন অনির্বাণের নতুন ছবি 'মুখোশ'। সিনেমাহল খোলার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবি। আগামীতে 'হইচই'-তে মুক্তি পেতে চলেছে অনির্বাণ পরিচালিত সিরিজ 'মন্দার'। এর মুখ্যভূমিকায় দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে।


অন্যদিকে, 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। যীশুর জন্য যে চরিত্র ভাবা হয়েছিল, অনির্বাণ সেই চরিত্রে অভিনয় করবেন কিনা তা স্পষ্ট নয়। তবে এই ছবিতে নতুন জুটি পেতে চলেছে টলিগঞ্জ। অনির্বাণের বিপরীতে পর্দায় অভিনয় করবেন পাওলি দাম। অনির্বাণের সঙ্গে এই প্রথম কাজ অভিনেত্রীর। নতুন ছবি নিয়ে উচ্ছসিত পাওলিও। এবিপি লাইভকে অভিনেত্রী বলেছিলেন, 'অনির্বানের সঙ্গে আমার এই প্রথম কাজ। আর এর আগে সৃজিতের সঙ্গে 'জুলফিকর'-এ কাজ করলেও ওখানে আমার ক্যামিও চরিত্র ছিল। এবার পুরোপুরিভাবে কাজ করব। প্রযোজক রানা সরকারের কথা হয়েছে ইতিমধ্যেই। ওঁর সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। চিত্রনাট্য পড়ে চরিত্রটা ভীষণ আকর্ষণীয় বলে মনে হয়েছে আমার। আগামী বছরের প্রথম থেকেই কাজ শুরু। অধীর আগ্রহে অপেক্ষা করছি নতুন অভিজ্ঞতা সংগ্রহের।'