নয়াদিল্লি: করোনা আবহে ৯ মাসের মধ্যে ১০০ কোটি টিকাকরণের গণ্ডি পার করল ভারত। চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উত্সাহ দিতে এদিন দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সবাইকে অভিনন্দন জানান তিনি। 


অন্যদিকে করোনায় ১০০ কোটি টিকাকরণের গণ্ডি ছোঁয়ার দিনই দেশে একলাফে ২৬ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬০ জনের।


একদিনে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৪৫৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৮১১ জনের। মোট আক্রান্ত ৩ কোটি ৪১ লক্ষ ২৭ হাজার ৪৫০ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৮৩১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ৯৫ হাজার ৮০৮ জন। একদিনে ১৭ হাজার ৫৬১ জন সুস্থ হয়েছেন।