কলকাতা: তাঁকে অনুরাগীরা পেয়েছেন অভিনেতা হিসেবে। গায়ক হিসেবে। পরিচালক হিসেবে। তবে এবার তিনি একেবারে নতুন ভূমিকায়। পরিচালক অভিনন্দন বন্দোপাধ্যায়ের ছবি 'মানিকবাবুর মেঘ'-এর এবার উপস্থাপক অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)। এই ছবির প্রচারের জন্য সদ্য একটি নতুন গানও প্রকাশ্যে এনেছেন পরিচালক অভিনেতা।


ইতিমধ্যেই মোট ৩৮টি ফিল্ম ফেস্টিভ্যালের প্রদর্শিত হয়েছে 'মানিকবাবুর মেঘ'। ১৪টি পুরষ্কার ও নমিনেশন পেয়েছে, ছবিটির প্রিমিয়ার হয়েছে মোট ৫টি মহাদেশে। আর এবার, বাংলায় মুক্তির অপেক্ষায় 'মানিকবাবুর মেঘ' ছবিটি। আর এবার, এই ছবিটির সঙ্গে যুক্ত হল অনির্বাণের নাম। ছবিটি তাঁর মনের ভীষণ কাছাকাছি, সম্ভবত সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য 


এই ছবিটির জন্য 'তোমার আমার গল্প' নামের একটি গান প্রকাশ্যে এনেছেন অনির্বাণ। নিজেই এই গানটি গেয়েছেন অনির্বাণ। রেকর্ড করে এসেছেন মুম্বইয়ের স্টুডিওতে গিয়ে। গোটা গানটিই ফুটে উঠবে সাদায় কালোয়। ছবির একেবারে শেষে পর্দায় ফুটে উঠবে এই গানটি। সম্প্রতি এই ছবির প্রচারমূলক একই অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে এই গানটি গেয়ে শোনান অনির্বাণ। তাঁর সুরের যাদুতে যেন আরও একবার মুগ্ধ হওয়ার অপেক্ষায় দর্শক। অপেক্ষায়, একটি অন্যস্বাদের গল্প দেখার জন্য। মানিকবাবুর মেঘ


অন্যান্য কাজের কথা বলতে গেলে, সদ্য় মুক্তি পেয়েছে অনির্বাণের নতুন সিনেমা 'অথৈ'। অর্ণ মুখোপাধ্যায়ের (Arna Mukherjee)-র পরিচালনায় এই ছবিতে ছিলেন অনির্বাণ, অর্ণ ও সোহিনী সরকার (Sohini Sarkar)। এসভিএফ প্রযোজনা সংস্থার প্রযোজনায় মুক্তি পেয়েছিল এই সিনেমা। এর আগে, অর্ণ সিনেমায় অভিনয় করেছেন ও নাটক পরিচালনা করেছেন মঞ্চে। অর্ণর এটাই প্রথম পরিচালনা।


এছাড়াও সৃজিতের নতুন ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'-তে থাকার কথা ছিল অনির্বাণ ভট্টাচার্য্যের। তবে তিনি এই ছবি থেকে সরে গিয়েছেন। পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে চূড়ান্ত হয়েছে এই ছবির কাস্টিং। শেষ হয়ে গিয়েছে শ্যুটিংও।


 






 


আরও পড়ুন: Parambrata-Srijit: দীর্ঘদিন পরে সৃজিতের সিনেমায় ফিরেই বাজিমাৎ পরমব্রতর, প্রথম লুক এবিপি আনন্দে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।