নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) জন্য সাঁতারে যোগ্যতা অর্জন করলেন শ্রীহরি নট্টরাজ (Srihari Nataraj) ও ধিনিধি ধিশিংহু (Dhinidhi Desinghu)। ২৩ বছরের শ্রীহরি এর আগে টোকিও সামার অলিম্পিক্সের (Tokyo Summer Olympics 2020) যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু মাত্র ১৪ বছরের ধিনিধির জন্য এটাই প্রথম অলিম্পিক্স হতে চলেছে। কর্ণাটকের প্রতিশ্রতিমান এই কিশোরীর সামনে সুবর্ণ সুযোগ নিজেকে প্রমাণ করার। স্যুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (Swimming Federation Of India) তরফে এই দুজনের নাম ঘোষণা করা হয়েছে। শ্রীহরি ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। অন্যদিকে ধিনিধি নামবেন মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে। 


১ মার্চ, ২০২৩ থেকে ২৩ জুন, ২০২৪। এই নির্ধারিত সময়কালের মধ্যে কোনও ভারতীয় সাঁতারু প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেননি। ফলে বিশ্ববিদ্যালয় কোটা থেকে শ্রীহরি ও ধিনিধি অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করলেন। বিশ্ববিদ্যালয় কোটা থেকে নিয়ম অনুযায়ী পুরুষ দলের ১ জন ও মহিলা দলের ১ জন সুযোগ পাবেন অলিম্পিক্সে খেলতে নামার। শ্রীহরি ২০২৩ সালে বিশ্ব অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন এর আগে। ধিনিধি চলতি বছর কাতারে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন।


শ্রীহরি টোকিও অলিম্পিক্সে ১০০ মিটার ব্য়াকস্ট্রোক ইভেন্টে ৪০ জন সাঁতারুর মধ্যে ২৭ নম্বর স্থান অর্জন করেছিলেন। আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। সাঁতারের ইভেন্ট হবে আগামী ২৭ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত। 


প্যারিসের টিকিট পেয়েছিলেন কিছুদিন আগে টেনিসের ভারতের দুই তারক রোহন বোপান্না ও সুমিত নাগাল। প্যারিস অলিম্পিক্সের টিকিট পাকা করেছিলেন ভারতীয় টেনিসের ২ উজ্জ্বল নক্ষত্র। হেইলবোর্ন চ্যালেঞ্জার্স (হেইলব্রোনার নেকারকাপের) শিরোপা জিতে নিয়েছিলেন তরুণ সিঙ্গলস তারকা সুমিত। এই জয়ের ফলে ক্রমতালিকায় ১৮ ধাপ এগিয়ে ৭৭ নম্বরে উঠে এসেছিলেন নাগাল। অলিম্পিক্সে প্রথম ৬৪ জন টেনিস তারকা মূলভাগে অংশগ্রহণ করবেন। সেখানে ভারতীয়দের মধ্যে একমাত্র নাগালই সরাসরি অলিম্পিক্সে খেলার যোগ্যতাঅর্জনের দৌড়ে ছিলেন। অবশেষে কোটায় প্যারিস অলিম্পিক্স খেলার যোগ্যতা অর্জন করে ফেললেন তিনি। প্রতিটা দেশ সর্বোচ্চ চারজন প্লেয়ার অলিম্পিক্সের জন্য পাঠাতে পারবে। আর সেই কোটাতেই ৫৬ নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন নাগাল। এর আগে টোকিও অলিম্পিক্সেও খেলেছিলেন নাগাল।


আরও পড়ুন: খাদ্য-বস্ত্র-বাসস্থানের লড়াই ভুলে ক্রিকেটই ওঁদের সঞ্জীবনী, কৃতজ্ঞতা স্বীকার আফগান ক্রিকেটের