কলকাতা: ছবি মুক্তির এক মাসে পরে একসঙ্গে ফ্রেমবন্দি হলেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) ও অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)। অসীমা ছিব্বড় পরিচালিত 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway)-র সাফল্য উদযাপন করতে মুম্বইতে জমায়েত হয়েছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়েছেন অনির্বাণ। 


কেক কেটে এদিনের সাফল্য উদযাপন করা হয়, ছিল পার্টিও। হলুদ-বাদামি কুর্তিতে মধ্যমণি রানি। অনির্বাণ ছাড়াও হাজির ছিলেন অন্য দুই অভিনেতা, জিম সার্ভ এবং বালাজি গৌরী। সবাই মিলে কেকে ছুরি চালিয়ে ছবির সাফল্য উদযাপন করলেন। মুক্তির পরেই বিপুল জনপ্রিয়তা ও প্রশংসা পেয়েছে এই ছবি। 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছিল অনির্বাণের বলিউডে প্রথম কাজ। আর প্রথম কাজেই বেশ নজর কেড়েছেন অনির্বাণ। 


এবিপি লাইভের সঙ্গে বলিউডে কাজ করার প্রথম অভিজ্ঞতা থেকে শুরু করে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ, সবই ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। রানি মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপের স্মৃতিচারণা করতে গিয়ে অনির্বাণ বলেছিলেন,   'আমি একটা সিঁড়ির ওপর দাঁড়িয়েছিলাম। রানি ঢুকে খুব স্পষ্ট বাংলায় বললেন 'অনির্বাণ কোথায়'.. যেন কত দীর্ঘদিনের আলাপ। খুব কুন্ঠা নিয়ে আমি 'হ্যালো' বলতেই রানি বললেন, 'আমি ভীষণ খুশি হয়েছি তুমি কাজটা করছো। অনেক ধন্যবাদ। চলো আমরা একসঙ্গে খুব ভাল করে শ্যুটিংটা করব।' তারপরে গোটা শ্যুটিং শিডিউলই আমার সঙ্গে বাংলায় কথা বলে গিয়েছেন রানি। বাকি কেউ কিছু বুঝতেই পারত না। আমাদের সঙ্গে শাশ্বতীদি, বোধিদা, সৌম্যর মতো অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রীই ছিলেন তবে তাঁদের শিডিউল আমার আগেই শেষ হয়ে গিয়েছিল। আমি টানা ছিলাম আর তাই, ৪৬ দিনের শ্যুটিংয়ে আমার একমাত্র বাংলা বলার সঙ্গী রানি।'


প্রসঙ্গত, সদ্য 'হইচই' (Hoichoi)-তে মুক্তি পেয়েছে অনির্বাণ ভট্টাচার্য্যের ব্যোমকেশ সিরিজের নতুন সিজন 'ব্যোমকেশ ও পিঁজরাপোল' (Byomkesh o Pinjrapole)। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের (Sorodindu Banerjee)-র 'চিড়িয়াখানা' অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ। মুখ্য চরিত্রে অভিনয়ের সঙ্গে সঙ্গে এই সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টরের (Creative Director) দায়িত্ব ও পালন করেছেন অনির্বাণ। 


আরও পড়ুন: Pushpa The Rule: শাড়ি, গা ভরা গয়নায় চমক 'পুষ্পা'-র, অল্লু অর্জুনের নতুন লুক ভাইরাল