হায়দরাবাদ: প্রভাস (Prabhas) অভিনীত বহু প্রতীক্ষিত 'সালার: পার্ট ১ সিজফায়ার' (Salaar: Part 1: Ceasefire) মুক্তির অপেক্ষায়। তবে ট্রেলার মুক্তির পরেই এই ছবি গড়ে ফেলল রেকর্ড। টিজার প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে এই ছবি। এবার প্রশান্ত নীলের (Prashanth Neel) ছবির ট্রেলার পেল অসাধারণ প্রতিক্রিয়া। সব ভাষায় এই ছবির ট্রেলার তৈরি করল রেকর্ড। 


'সালার' ট্রেলারেই গড়ল রেকর্ড


প্রশান্ত নীল তাঁর দুর্দান্ত হাইঅক্টেন অ্যাকশন দৃশ্য প্রদর্শনের জন্য বিখ্যাত। বহু প্রতীক্ষিত 'সালার' ছবির ট্রেলারে মিলেছে তার ঝলক। দর্শকদের থেকে পাওয়া প্রতিক্রিয়াও অসাধারণ। যার ফলস্বরূপ এই ট্রেলার মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে ১১৬ মিলিয়নেরও বেশি ভিউজ পেয়েছে, সমস্ত ভাষা মিলিয়ে। লাইকের সংখ্যা ২.৭ মিলিয়ন।


হোমবেল ফিল্মস তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিশ্চিত করেছেন এই বিপুল রেকর্ডের কথা। পোস্টে লেখা হয়, 'ওয়ান ম্যান আর্মি। 'সালার ট্রেলার' ইউটিউবে রেকর্ড ব্রেকিং ১১৬ মিলিয়ন ভিউ ও ২.৭ মিলিয়ন লাইক সমেত এখন রাজত্ব করছে।' স্বাভাবিকভাবেই এই ট্রেলার যে দর্শক অত্যন্ত পছন্দ করেছেন ও ভালবেসেছেন তা বলাই বাহুল্য। ট্রেলারে শুধুমাত্র সিনেমার গল্পের আভাস মিলেছে তাইই নয়, সেই সঙ্গে পরিচয় ঘটানো হয়েছে চরিত্রগুলির সঙ্গেও। প্রত্যেক চরিত্রের গভীরতা, গাম্ভীর্য ও অ্যাকশনের নিখুঁত মিশ্রণ দেখা গিয়েছে ছবিতে। 


সবেচেয়ে বেশি ভিউজ পাওয়া এই ট্রেলার গড়েছে আরও এক রেকর্ড। শাহরুখ খানের আগামী ছবি 'ডাঙ্কি'র প্রোমোশনাল ভিডিও গত এক মাসে যা ভিউজ পেয়েছে তাকে টেক্কা দিতে প্রভাসের ১ দিন সময় লাগল মাত্র। রাজু হিরানির ছবির ট্রেলার এখনও মুক্তি পায়নি। তবে যে প্রোমোশনাল 'ড্রপ ১' প্রকাশ্যে এসেছিল তার দৈর্ঘ্য ১ মিনিট ৪৮ সেকেন্ড। এটি ১ মাসে ৫০ মিলিয়ন মতো ভিউজ পেয়েছে। অথচ প্রভাসের 'সালার' ছবির ট্রেলার সেই ৫০ মিলিয়ন ভিউজের মাপকাঠি পেরিয়েছে মুক্তির মাত্র ১৯ ঘণ্টার মধ্যে। একইসঙ্গে ইউটিউবের সর্বোচ্চ ভিউ প্রাপ্ত প্রথম ১০ হিন্দি ট্রেলারের বাকি ৮টিকে টপকে গিয়েছে। 


 






উল্লেখ্য, বড়দিনের আবহে একই সঙ্গে বড়পর্দায় মুক্তি পাচ্ছে শাহরুখ খানের 'ডাঙ্কি' ও প্রভাসের 'সালার'। ফলে প্রেক্ষাগৃহে দুই তারকার যে জোর টক্কর হবে তা আঁচ করা গিয়েছিল আগেই। সেই আগুনে ঘি ঢালল 'সালার' ট্রেলারের এই নয়া রেকর্ড। 


আরও পড়ুন: Ajay Devgn Injury: 'সিঙ্ঘম এগেন' ছবির শ্যুটিংয়ে গুরুতর আহত অজয় দেবগণ, কেমন আছেন এখন অভিনেতা?


আপাতত এই ছবি ভিউজের সংখ্যা বেড়েই চলেছে। প্রশান্ত নীল, প্রভাস ও হোমবেল ফিল্মসের এই জোট প্রেক্ষাগৃহেও ঝড় তুলবে তা বলাই বাহুল্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y