কলকাতা: তিনি একাধারে অভিনেতা, গায়ক, লেখক, পরিচালক। তিনি অঞ্জন দত্ত (Anjan Dutt)। ফের একবার তিনি বড়পর্দায় (big screen) ফিরছেন। মুখ্য চরিত্রে তাঁরই সৃষ্ট গোয়েন্দা সুব্রত শর্মা। ছবির নাম 'রিভলভার রহস্য' (Revolver Rahashya)। মুখ্য ভূমিকায় সুপ্রভাত দাস (Suprabhat Das)। ছবির মুক্তি আজ, ৩ ফেব্রুয়ারি। 


বড়পর্দায় অঞ্জন দত্তের 'ড্যানি ডিটেকটিভ'


অঞ্জন দত্ত মানে চিরকালই বাকিদের থেকে খানিক আলাদা কিছু। আর পাঁচটা ছবির মতো মিডিয়া ডেকে নিজের আগামী ছবি 'রিভলভার রহস্য'-এর ঘোষণা তিনি করেননি। বরং নিজের বাড়িতে বড়দিনের আগের সন্ধ্যায় হাজির করেছিলেন তাঁর অফিসিয়াল ফ্যান ক্লাবের সদস্যদের। চোখে সানগ্লাস, মুখে সিগারেট ধরে থাকা বেলা বোসের স্রষ্টার বাইরের অঞ্জন দত্তকেও যাঁরা মনে প্রাণে ভালবাসেন, ফেসবুকে তাঁদের খুব পরিচিত জায়গা, 'অঞ্জন দত্ত ফ্যান ক্লাব (অফিসিয়াল)'। এই গ্রুপের সদস্যদের নিয়েই আয়োজন করা হয় এক আড্ডার সন্ধ্যার। আলোচনা, খাওয়া-দাওয়া, গান বাজনা যার অবিচ্ছেদ্য অংশ ছিল। আর সেখানেই ছবির মুক্তির তারিখ ঘোষণা করেন অঞ্জন দত্ত। জানা যায় ৩ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'রিভলভার রহস্য'। 


অঞ্জন দত্তের নিজের হাতে তৈরি গোয়েন্দা চরিত্র এই সুব্রত শর্মা। এর আগে যাঁকে দেখা গেছে ওয়েব সিরিজে। রয়েছে তাঁর নিজের লেখা বইও। এবার সেই গোয়েন্দা প্রথমবার হাজির হচ্ছেন বড় পর্দায়। নতুন গল্প নিয়ে, নতুন রহস্যের জট কাটাতে। মুখ্য চরিত্রে সুপ্রভাত। তবে গোয়েন্দা নিয়ে বাঙালির মনে যে স্থায়ী চিত্র রয়েছে, তা ভেঙেছেন অঞ্জন। গড়েপিঠে তৈরি করেছেন নিজের মতো করে, নতুন করে, চেনা ছক ভেঙে। তাঁর মতে, যে যাঁর নিজের মতো করে এক একজন গোয়েন্দা। এই ছবিতে অঞ্জন দত্তকেও অভিনয় করতে দেখা যাবে। সঙ্গে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, সুজন নীল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শোয়েব কবীর, রানা গুহ, সুদীপা বসু ও চন্দন সেন। 


বইয়ের গল্প অনুযায়ী, সুব্রত শর্মা (সুপ্রভাত), একজন সাধারণ ক্রাইম রিপোর্টার। হঠাৎ চাকরি খুইয়ে এক গোয়েন্দা অফিসে সেক্রেটারির কাজ নেয়। সংস্থার নাম 'ড্যানি ডিটেকটিভ আইএনসি'। তমালি নামের এক নিখোঁজ মহিলাকে খোঁজার দায়িত্ব পড়ে তাঁর কাঁধে। এই কেসে তদন্ত করতে করতে ধীরে ধীরে একের পর এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে থাকে সে। মজাদার, অ্যাকশনে ভরপুর এই ছবি বলবে এক সাধারণ মানুষের গোয়েন্দা হয়ে ওঠার গল্প।


আরও পড়ুন: Sid Kiara Wedding: এই উইকেন্ডেই গাঁটছড়া বাঁধছেন সিড-কিয়ারা! তারকা জুটির বিয়ের দিনক্ষণ নিয়ে জল্পনা তুঙ্গে


মুক্তির তারিখ ঘোষণায় যেমন চমক ছিল, তেমনই ছবির মুক্তির পরও অনুরাগীদের নিরাশ করেননি অঞ্জন দত্ত। ৪ ও ৫ মার্চ ফ্যান ক্লাবের সদস্যদের নিয়ে উত্তর ও দক্ষিণ কলকাতার দুই হলে তিনি নিজে দেখবেন গোটা ছবি। থাকবে বাকি কলাকুশলীরাও। এই ছকভাঙা গোয়েন্দা এবার বাঙালির মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই দেখার।