কলকাতা: কাশ্মীরের পহেলগাঁও-তে জঙ্গি হামলা, নিরীহ মানুষের মারা যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন দুনিয়া। একের পর এক শো বাতিল করছেন শিল্পীরা। প্রথমে অরিজিৎ সিংহ (Arijit Singh), তারপরে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) আর এবার অঙ্কিতা লোখণ্ডে (Ankita Lokhande)। কাশ্মীরের ঘটনার প্রতিবাদে আগাম ইউএসএ ট্যুর বাতিল করলেন অঙ্কিতা লোখণ্ডে। এর আগে সফর বাতিল করেছেন সলমন খান (Salman Khan)। কলকাতা সফর ও অনুষ্ঠান বাতিল করেছেন আরিয়ান খান (Aryan Khan)। আর এবার অঙ্কিতা লোখণ্ডে। তবে সোশ্যাল মিডিয়ায় সফর বাতিলের কথা ঘোষণা করলেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন অঙ্কিতা।
সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতা লিখেছেন, 'হ্যালো.. ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি, আমার ইউএসএ-র সমস্ত শো আমি বাতিল করছি। পহেলগাঁও-এর ঘটনা নিয়ে আমি ব্যথিত। গোটা ভারত যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আমার মনে হয় না এই সময়ে কোনও সফর করা উচিত হবে। কাশ্মীরে যাঁরা আহত হয়েছেন, যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবারের সঙ্গে আমি রয়েছি। আমার সমবেদনা। একজন ভারতীয় হিসেবে প্রত্যেকটা কাশ্মীরের ঘটনায় আহত, নিহত পরিবারের সঙ্গে আমি রয়েছি। তবে পাকাপাকিভাবে শো-গুলো বাতিল হচ্ছে না। যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হবে, তখন আমরা আবার শো-এর দিনগুলো জানিয়ে দেব। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমি আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি। আমায় বোঝার জন্য, পরিস্থিতি বোঝার জন্য অনেক ধন্যবাদ। ভালবাসা ও আলো, অঙ্কিতা।'
কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়ার পরেই অনেকে অনেক রকম কটাক্ষ করেছেন। কারও মনে, 'উনি নিহতদের নিজের সুবিধা মতো ব্যবহার করছেন।' অনেকে আবার লিখেছেন, 'বড্ড সুবিধাবাদী'। অনেকে আবার লিখেছেন, অঙ্কিতা প্রচারে থাকার চেষ্টা করছেন। সেই কারণেই শো বাতিল করেছেন।
অন্যদিকে, টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা এবং ‘খতরোং কে খিলাড়ি’র বিজয়ী অর্জুন বিজলানী সংবাদ সংস্থা সম্প্রতি আইএএনএস-এর সঙ্গে কথা বলেছেন। কথা বলতে গিয়ে তিনি পহেলগাঁও আক্রমণের নিন্দা করেছেন। তিনি বলেছেন যে তিনি আহত এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ‘জা উসকা হো জা’ মিউজিক ভিডিও প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্জুন তাঁর মিউজিক ভিডিওর প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু পহেলগাঁওতে হওয়া সন্ত্রাসবাদী আক্রমণের কারণে প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, “আমি আমার মিউজিক ভিডিওর প্রচারে সময় দিতে চেয়েছিলাম, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে তা না করার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ‘জা উসকা হো জা’ গানটি আরও ভাল ভাবে প্রচার করব।”
[/insta]