কলকাতা: দুর্ঘটনার কবলে অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande)-র স্বামী ভিকি জৈন (Vicky Jain)। সোশ্যাল মিডিয়ায় সদ্যই ভাইরাল হয়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন ভিকি জৈন। তবে অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিংহ জানিয়েছেন, ভিকি আপাতত স্থিতিশীল রয়েছেন। তাঁর হাতে ৪৫টা সেলাই পড়েছে। সেই কারণেই তাঁকে ভর্তি থাকতে হচ্ছে হাসপাতালে। তবে সঠিকভাবেই চিকিৎসা চলছে তাঁর। খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে যাবেন বলেই আশা অনুরাগীদের।
কী হয়েছে ভিকি জৈনের?
অঙ্কিতার বন্ধু সন্দীপ হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সন্দীপ জানিয়েছেন, দুর্ঘটনাটা বেশ ভয়াবহই ছিল। ভিকির হাতে অনেকগুলো কাচের টুকরো ঢুকে গিয়েছে। সেগুলো বের করে ৪৫টি সেলাই পড়েছে ভিকির হাতে। তবে সন্দীপ আরও জানিয়েছেন, এত কিছুর পরেও ভিকি ভেঙে পড়েননি। তিনি সমানেই তাঁর বন্ধু ও পরিবারের সঙ্গে মজা করে যাচ্ছিলেন। ভিকি এমন বলেছিলেন, যেন কিছুই হয়নি।
এখানেই শেষ নয়, সন্দীপ আরও জানিয়েছেন, অঙ্কিতা গোটা সময়টা ভিকির মাথার কাছে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। ৭২ ঘণ্টা তিনি ভিকির সঙ্গে ছিলেন। একবারের জন্য ও ভেঙে পড়েননি। সন্দীপের মতে, অঙ্কিতার শক্তিই ভিকিকে সাহস যুগিয়েছে। সন্দীপের এই পোস্টে অঙ্কিতা মন্তব্য করে ভিকিকে ধন্যবাদ জানিয়েছেন। অনেকেই সন্দীপের এই পোস্টে ভিকির সুস্থতা কামনা করেছেন।
৩ বছর ধরে সম্পর্কে থাকার পরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি আর অঙ্কিতা। সুশান্তের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে দীর্ঘদিন কোনও সম্পর্কে জড়াননি অঙ্কিতা। এর পরে তিনি ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান। ৩ বছর সম্পর্কে থাকার পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি ও অঙ্কিতা। বর্তমানে তাঁরা সুখেই সংসার করছেন। এর আগে, তাঁরা দুজনেই 'বিগ বস'-এর প্রতিযোগী হয়ে গিয়েছিলেন। সেই সময়ে তাঁদের সম্পর্কে ভাঙন দেখা যায়। সেই সময়ে অনেকেই মনে করেছিলেন ভিকি আর অঙ্কিতার সম্পর্ক ভেঙে যাবে। তবে তারপরে অবশ্য তাঁদের মধ্যে আর কোনও সমস্যা হয়নি। সুখেই সংসার করছেন তাঁরা। সম্প্রতি অঙ্কিতার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল।