মুম্বই: গত বছরই দীর্ঘ দিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম চর্চা হয় না। তাঁরা নিজেরাও নিজেদের বিভিন্ন ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। তেমনই, অঙ্কিতা লোখান্ডের সাম্প্রতিক একটি খবরে চমক লাগল অনুরাগীদের। অবাক হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বিষয়টা কী?
মা হতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে?
এই মুহূর্তে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়ে রিয়েলিটি শো 'লক আপ' (Lock Up)। অন্য ধরনের রিয়েলিটি শো নিয়ে এসেছেন কঙ্গনা রানাউত। যেখানে নানা সময়ই নিজেদের নানা গোপন তথ্য প্রকাশ্যে আনেন প্রতিযোগীরা। সম্প্রতি 'পবিত্র রিস্তা'র দ্বিতীয় সিজনের প্রচারের জন্য 'লক আপ'-এ এসেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। সেখানেই গোপন তথ্য প্রকাশ করলেন তিনি। জানালেন, তিনি মা হতে চলেছেন। আর এই খবর জানেন না তাঁর স্বামী ভিকি জৈনও! অঙ্কিতা লোখান্ডের মুখ থেকে এমন কথা শুনে চমকে গেলেন কঙ্গনা রানাউত এবং উপস্থিত প্রতিযোগীরা।
আরও পড়ুন - Will Smith Updates: চড় কাণ্ডের বিতর্কের পর কী সমস্যায় পড়তে চলেছেন উইল স্মিথ?
অঙ্কিতা লোখান্ডের মা হওয়ার খবরে টুইস্ট-
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নিজের ধারাবাহিকের প্রচারের জন্য 'লক আপ'-এ এসেছেন অঙ্কিতা লোখান্ডে। সেখানে ধারাবাহিকের প্রচারের পর বলিউড অভিনেত্রী এবং শোয়ের সঞ্চালক কঙ্গনা রানাউত জানান যে, এই শোয়ের নিয়ম অনুযায়ী প্রত্যেককে নিজের নিজের গোপন তথ্য প্রকাশ করতে হয়। কঙ্গনার কাছ থেকে এই কথা শোনার পরই অঙ্কিতা বলেন, 'আচ্ছা। যদিও ভিকি এখনও জানে না। সবাই আমাকে অভিনন্দন জানাও। আমি মা হতে চলেছি।' অঙ্কিতার মুখ থেকে এমন কথা শোনার পরই আনন্দে বিহ্বল হয়ে পড়েন কঙ্গনা। যদিও তারপরই অঙ্কিতা বলে ওঠেন যে, 'এপ্রিল ফুল বানালাম'। প্রসঙ্গত, শো ছেড়ে যাওয়ার সময় অঙ্কিতাকে কঙ্গনা বলেন যে, 'আশা করি এই মিথ্যে খুব শীঘ্রই সত্যি হবে।' উত্তরে অঙ্কিতা বলেন, 'শীঘ্রই হবে। খুব তাড়াতাড়ি হবে।'
গত বছর ১৪ ডিসেম্বর ভিকি জৈনের সঙ্গে বিয়ে সেরেছেন 'পবিত্র রিস্তা' অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এক পাঁচতারা হোটেলে বসেছিল তাঁদের বিয়ের আসর।