লস অ্যাঞ্জেলেস: অস্কারের (Oscar 2022) মঞ্চে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) চড় কষিয়ে বিস্তর সমস্যার সম্মুখীন হলিউড তারকা উইল স্মিথ (Will Smith)। ৯৪তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার নেওয়ার সময় তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে নেন। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতেও দীর্ঘ একটি বিবৃতি প্রকাশ করে ক্ষমা চান এবং জানান তিনি তাঁর এই কাজের জন্য লজ্জিত ও অনুতপ্ত। কিন্তু তাতেও তিনি রেহাই পাচ্ছেন না সমালোচনার হাত থেকে। এমনকি আরও বেশ কিছু সমস্যায় পড়তে পারেন উইল স্মিথ।


যে যে সমস্যায় পড়তে পারেন উইল স্মিথ-


অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মারার পর অ্যাকাডেমির পক্ষ থেকে নোটিস দেওয়া হয় উইল স্মিথকে। ১৫ দিন সময় দিয়ে অভিনেতাকে লিখিতভাবে বিবৃতি দেওয়ার কথা জানানো হয়। আগামী ১৮ এপ্রিল বোর্ডের বৈঠক রয়েছে। সেখানেই উইল স্মিথের বিরুদ্ধে পদক্ষেপ নেবে অ্যাকাডেমি। যদিও অ্যাকাডেমির পদক্ষেপ নেওয়ার আগেই হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করেন অভিনেতা।


আরও পড়ুন - Malaika Arora: দুর্ঘটনার ঘণ্টাখানেক আগে কোথায় ছিলেন মালাইকা অরোরা?


বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, চড় কাণ্ড আগেই একাধিক ছবিতে অভিনয়ের জন্য সই করেন উইল স্মিথ। প্রত্যেকটি ছবিতেই তাঁর মুখ্য চরিত্রে অভিনয় করার কথা। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, উইল স্মিথকে ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর এবার সেই সমস্ত ছবির কাজ স্থগিত হতে পারে। জানা গিয়েছে, ইতিমধ্যেই স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্স তাদের থ্রিলার ছবি 'ফাস্ট অ্য়ান্ড লুজ'-এর কাজ স্থগিত রেখেছে। গত বছর জুলাই মাসে এই ছবির ঘোষণা করা হয়। এছাড়াও শোনা যাচ্ছে, স্মিথের বহু প্রতীক্ষিত প্রোজেক্ট 'ব্যাড বয়েজ ৪'-এর কাজও স্থগিত হয়ে যেতে পারে।


হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করার পর এক বিবৃতিতে উইল স্মিথ বলেন, 'আমি যা করেছি, তা যন্ত্রণাদায়ক, অবাক করা এবং যেকোনও অজুহাতের অযোগ্য। আমি ক্রিস, তাঁর পরিবার, আমার বহু বন্ধু, প্রিয়জন সারাবিশ্বের অগণিত দর্শক এবং উপস্থিত ব্যক্তিদের দুঃখ দিয়েছি। আমি অ্যাকাডেমির বিশ্বাস ভঙ্গ করেছি। অসাধারণ কাজের জন্য যেখানে পুরস্কার দেওয়া হয়, সেখানে মনোনীত ব্যক্তি এবং জয়ী ব্যক্তিদের হতাশ করেছি। আমার হৃদয় ভেঙে গিয়েছে।'