মুম্বই: ১৪ জুন ছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু দিন। অঙ্কিতা লোখণ্ডের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ভরে উঠেছিল প্রাক্তন প্রেমিক সুশান্তের স্মৃতিচারণায়। তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন তিনি। আর আজ ভিকি জৈনের জন্য সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন অঙ্কিতা। বললেন, 'তুমি যেভাবে পরিস্থিতি সামলেছো তেমনটা অন্য কেউ পারত না। তুমি পৃথিবীর সবচেয়ে সেরা প্রেমিক।'
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের ও ভিকির একটি ছবি শেয়ার করেন অঙ্কিতা। একে অপরের দিকে তাকিয়ে হাসছেন তাঁরা। ছবিটি শেয়ার করে অঙ্কিতা লেখেন, 'প্রিয় ভিকি, আমার খারাপ সময়ে সবসময় তুমি আমার সঙ্গে ছিলে। তুমিই আমার জীবনে প্রথম মানুষ যে সবসময় আমায় জিজ্ঞাসা করত আমি ঠিক আছি কি না বা আমার কিছু দরকার কিনা। অথবা আমি আমার মনটাকে তরতাজা করে নিতে একটুু বাইরে যেতে চাই কি না। তুমি সবসময় আমায় নিয়ে চিন্তা করো আর আমি সবসময় বলি, তুমি ঠিক আছো। কারণ আমি জানি তুমি আমার সঙ্গে আছো। তুমি পৃথিবীর সবচেয়ে সেরা প্রেমিক। আমায় কখনও মুখ ফুটে বলতে হয় না আমি কী চাই। তুমি সবসময় আমার মনের কথা বুঝে যাও। আমায় রাজকুমারীর মত অনুভূতি দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, সবসময় আমায় আর আমার পরিবারকে সময় দাও। আমার বন্ধুদের সঙ্গে সময় কাটাও। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো আমার কাছে খুব জরুরী। আমি তোমায় ভালোবাসি কারণ তুমি সবসময় আমার সঙ্গে থাকো। কথা দিচ্ছি, সব কিছু ঠিক হয়ে যাবে। অতীতের তিক্ত অভিজ্ঞতার পর আমি ভাবিনি কখনও আমি আর কাউকে ভালোবাসতে পারব। আমার বিশ্বাসটাই হারিয়ে গিয়েছিল। কিন্তু তুমি ভালোবাসার ওপর আমার সেই বিশ্বাস ফিরিয়ে এনেছো। আমায় এতটা আগলে রাখার জন্য ধন্য়বাদ। কথা দিচ্ছি জীবনে তোমার যতটা খুশি প্রাপ্য ততটাই আমি দেব।'
সুশান্তের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ভিকির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অঙ্কিতা। খুব সম্প্রতি ভিকির সঙ্গে সাত পাকে বাঁধা পড়ারও কথা অঙ্কিতার।