মুম্বই: বলি পাড়ায় চলছে বিয়ের মরসুম। শুরুটা করেছিলেন রাজকুমার রাও (Rajkumar Rao) এবং পত্রলেখা (Patralekha)। এরপর রাজস্থানে রাজকীয় কায়দায় বিয়ে সারে ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বড় পর্দায় অভিনেতাদের পাশাপাশি ছোট পর্দায় তারকাদের অনেকেই ইতিমধ্যেই বিয়ের পিঁড়িতে বসেছেন। তাঁদের মধ্যে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। গত ১৪ ডিসেম্বর মুম্বইয়েরই এক পাঁচতারা হোটেলে প্রেমিক ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অঙ্কিতা। দুই পরিবারের সদস্য, আত্মীয়, বন্ধুদের উপস্থিতিতে নতুন জীবন শুরু করেছেন তাঁরা। সম্প্রতি ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য বিরাট রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন নবদম্পতি অঙ্কিতা-ভিকি। আর সেখানেই নববধূ অঙ্কিতা লোখান্ডের সাজ নজর কাড়ল। সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে এদিন সেজেছিলেন অভিনেত্রী। তবে, নেট দুনিয়ায় অঙ্কিতার রিসেপশনের সাজের ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে তাঁর সাজ নিয়ে। রিসেপশনের সাজে কি অভিনেত্রী নকল করলেন অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)?


আরও পড়ুন - Salman Khan Health: সলমন খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা, কেমন আছেন ভাইজান?


সদ্যই রিসেপশনের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন 'পবিত্র রিস্তা' অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ছবিতে দুধে আলতা রঙের বেনারসী শাড়িতে সেজেছেন অভিনেত্রী। সঙ্গে ভারী গয়না। মাথার খোঁপায় ফুলের মালা। আর অভিনেত্রীর এই সাজ দেখেই অনুরাগীরা মিল পাচ্ছেন অনুষ্কা শর্মার রিসেপশনের সাজের সঙ্গে। ঠিক কয়েক বছর আগে বিরাট কোহলিকে (Virat Kohli) বিয়ে করার পর রিসেপশন পার্টিতে এভাবেই সেজেছিলেন অনুষ্কা। ভারী কাজের শাড়ির সঙ্গে ভারী গয়না ও মাথায় খোঁপায় ফুলের মালা।





অনুষ্কা শর্মা এবং অঙ্কিতা লোখান্ডে দুই অভিনেত্রীর রিসেপশনের সাজ এক হলেও দুই অভিনেত্রীকেই সুন্দর লাগছে বলেও মন্তব্য করেছেন নেট নাগরিকরা। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে দুই অভিনেত্রীই হয়ে উঠেছেন অপরূপা।