জয়পুর: দীনেশ কার্তিকের (Dinesh Karthik) ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে তামিলনাড়ু (Tamilnadu) যখন ৩১৪ রান তুলেছিল, সকলে ধরেই নিয়েছিলেন যে, ফের একবার বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) যাচ্ছে চেন্নাইয়ে। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সদর দফতরে। কিন্তু সব হিসেব ওলটপালট করে দিল হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। ঋষি ধবনের (Rishi Dhawan) দুরন্ত লড়াইকে সঙ্গী করে তামিলনাড়ুকে ভিজেডি পদ্ধতিতে হারিয়ে প্রথম কোনও ঘরোয়া ক্রিকেটের ট্রফি ঘরে তুলল হিমাচল প্রদেশ। ৪৭.৩ ওভারে ২৯৯/৪ তুলে ১১ রানে জয়ী হলেন ধবনরা।


রবিবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হিমাচল প্রদেশের অধিনায়ক ঋষি ধবন। খাতায় কলমে এই ম্যাচে ফেভারিট ছিল তামিলনাড়ু। দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, সন্দীপ ওয়ারিয়র, দলে তারকার ছড়াছড়ি। কিন্তু সেই দলের বিরুদ্ধেই সব অঙ্ক বদলে দিল হিমাচল প্রদেশ।


তামিলনাড়ুর শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই ফিরে যান ওপেনার বাবা অপরাজিত (২)। ১৪.৩ ওভারে ৪০/৪ হয়ে যায় তামিলনাড়ু। যখন মনে হচ্ছে ব্যাটিং বিপর্যয়ের মুখে অল্প রানে থেমে যাবে তামিলনাড়ু, তখনই পাল্টা লড়াই শুরু দীনেশ কার্তিকের। ১০৩ বলে ১১৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। কার্তিকের ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গত দেন বাবা ইন্দ্রজিৎ ও শাহরুখ খান। ৭১ বলে ৮০ রান করেন ইন্দ্রজিৎ। শাহরুখ ছিলেন আরও মারমুখী মেজাজে। মাত্র ২১ বলে দুশো স্ট্রাইক রেট রেখে ৪২ রান করেন তিনি। শেষ দিকে তামিলনাড়ুর অধিনায়ক বিজয় শঙ্কর ১৬ বলে ২২ রান করেন। ৪৯.৪ ওভারে ৩১৪ রানে অল আউট হয় তামিলনাড়ু। হিমাচল বোলারদের মধ্যে ৪ উইকেট নেন পঙ্কজ জয়সবাল। অধিনায়ক ধবন তিন উইকেট নেন। 


রান তাড়া করতে নেমে হিমাচলের শুরুটা ভাল হয়। দুই ওপেনার শুভম অরোরা ও প্রশান্ত চোপড়া ৮.৫ ওভারে ৬০ রান যোগ করেন। কবে এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে ৯৬/৩ হয়ে গিয়েছিল হিমাচল। সেখান থেকে ম্যাচের মোড় ঘোরান শুভম ও অমিত কুমার। ১৩১ বলে ১৩৬ রানের দুরন্ত ইনিংস খেলেম শুভম। অমিত আউট হন ৭৯ বলে ৭৪ রান করে। শেষ দিকে যখন রান রেটের ফাঁস ক্রমশ হিমাচল শিবিরে চেপে বসছে, ২৩ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঋষি। ৪৭.৩ ওভারে ২৯৯/৪ স্কোর তোলে হিমাচল। ভিজেডি পদ্ধতিতে ১১ রানে ম্যাচ জেতে হিমাচল। ম্যাচের সেরা হয়েছেন শুভম অরোরা।