'সুশান্তকে ছাড়া অর্চনা অসম্পূর্ণ', ১২ বছর পর বললেন অঙ্কিতা

প্রথম ছোটপর্দা থেকেই অভিনয় শুরু করেছিলেন তিনি। ৬ বছর ধরে চলা একটি হিন্দি ধারাবাহিকই জনপ্রিয়তা এনে দিয়েছিল তাঁকে। নিজের প্রথম কাজের ১২ বছর পূর্তিতে সোশ্য়াল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে ওরফে 'অর্চনা'। 'পবিত্র রিসতা' ধারাবাহিকে অভিনয় করার সময় এই নামেই দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন তিনি। আজ অনুরাগীদের সঙ্গে কথা বলতে বলতে অঙ্কিতার মুখে বার বার উঠে এল সুশান্ত সিং রাজপুতের কথা। ধারাবাহিকে অঙ্কিতার নায়ক ছিলেন তিনিই।

Continues below advertisement

মুম্বই: প্রথম ছোটপর্দা থেকেই অভিনয় শুরু করেছিলেন তিনি। ৬ বছর ধরে চলা একটি হিন্দি ধারাবাহিকই জনপ্রিয়তা এনে দিয়েছিল তাঁকে। নিজের প্রথম কাজের ১২ বছর পূর্তিতে সোশ্য়াল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে ওরফে 'অর্চনা'। 'পবিত্র রিসতা' ধারাবাহিকে অভিনয় করার সময় এই নামেই দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন তিনি। আজ অনুরাগীদের সঙ্গে কথা বলতে বলতে অঙ্কিতার মুখে বার বার উঠে এল সুশান্ত সিং রাজপুতের কথা। ধারাবাহিকে অঙ্কিতার নায়ক ছিলেন তিনিই।

Continues below advertisement

'পবিত্র রিসতা' ধারাবাহিকে সুশান্তের বিপরীতে অভিনয় করেছিলেন অঙ্কিতা। সেটাই ছিল অঙ্কিতার প্রথম কাজ। ধারাবাহিকে সুশান্তের চরিত্রের নাম ছিল 'মানব'। অঙ্কিতা বলছেন, 'আজকে সকাল থেকে বার বার পবিত্র রিসতার বিভিন্ন ক্লিপিংস আসছিল মোবাইলে... দেখছিলাম। সেখানে বার বার সুশান্তের ছবি ভেসে উঠছিল। সুশান্তের সঙ্গে যখন অভিনয় করতে ফ্লোরে যাই, আমি তখন এক্কেবারে নতুন। সুশান্ত আমার থেকে অনেকটা সিনিয়ার ছিল। ওই আমায় হাতে ধরে অভিনয়টা শেখায়। অনেক ছোট ছোট কাজ শিখেছি ওর থেকে। সুশান্ত এখন আমাদের মধ্যে নেই। কিন্তু সুশান্তকে ছাড়া পবিত্র রিসতা অসম্পূর্ণ।'

কেবল সুশান্ত নয়, নিজের বিভিন্ন অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন অঙ্কিতা। ৬ বছর ধরে কাজ করে গোটা টিমের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হয়ে গিয়েছিল তাঁর। অঙ্কিতা বলছেন, 'প্রথম যেদিন থেকে পবিত্র রিসতা শুরু হওয়ার কথা, সেদিন অনেকটা ভোরে আমার শ্যুটিং ছিল। ভোর সাড়ে ৪টেয় আমি চুল বাঁধছিলাম। আর বাড়িতে টিভি চলছিল। হঠাৎ দেখি পবিত্র রিসতা চলতে শুরু করেছে। অবাক হয়ে যাই। তারপর জানতে পারি একতা কপূর ওই সময় ধারাবাহিকটা টেলিকাস্ট করেছিলেন। কিছু শুভ মহরৎ ছিল। নিজেকে টিভিতে দেখে আমি উচ্ছসিত হয়ে উঠি।'

অঙ্কিতা এরপর পবিত্র রিসতা থিমের কেক কাটেন। জানান, তাঁর ও পবিত্র রিসতার অনুরাগীরা এই কেকটি পাঠিয়েছে। সবাইকে ধন্যবাদও জানান অঙ্কিতা।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola