মুম্বই: একসঙ্গে থাকার ৬ মাস। লাল কেকে ছুরি বসিয়ে প্রেম উদযাপন করলেন অঙ্কিতা লোখণ্ডে (Ankita Lokhande) আর ভিকি জৈন (Vicky jain)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই উদযাপনের একাধিক ছবি।
সুশান্ত-স্মৃতি বেরিয়ে প্রেমিক ভিকি জৈনের সঙ্গে ঘর বেঁধেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে। আজ রাতপোশাকে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নেন অঙ্কিতা আর ভিকি। সোশ্যাল মিডিয়ার ক্যাপশানে অঙ্কিতা লেখেন, 'আমাদের শুভ ৬ মাস যাপন বেবি। পরিবারকে অনেক ধন্যবাদ আমায় এতটা বিশেষ অনুভূতি দেওয়ার জন্য। সবাইকে ভীষণ ভালোবাসি। বিশেষ ধন্যবাদ আমার বৌদিকে যে আমায় একটা বিশেষ অনুভূতি দেয় সবসময়। আমার ইতিমধ্যেই সবাইকে খুব মনে পড়ছে। তাড়াতাড়ি ফিরে আয়। অনেক ভালোবাসা। রিয়া-ভিভান চাচি, খুব মনে পড়ছে তোমাদের'।
আরও পড়ুন: Ekka Dokka: নতুন ধারাবাহিকের টেনিস শিখছেন সপ্তর্ষি, ডাক্তারি পড়ছেন সোনামণি!
সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম। সেখান থেকে টেলিজগতের প্রথম সারির নায়িকা। ৩৭টি বসন্ত পার করে ফেলা অঙ্কিতা ব্যক্তিগত জীবনে কম ওঠাপড়া দেখেননি। মারাঠি পরিবারের মেয়ে অঙ্কিতার আসল নামন তনুজা। ডাক নাম অঙ্কিতা। বিনোদন জগতে পরিচিতির জন্য ডাকনামই বেছে নেন তিনি। চেহারা দেখলে যদিও বোঝা যায় না। তবে কব্জি ডুবিয়ে খাওয়াই পছন্দ অঙ্কিতার ভারতীয় রান্না সবচেয়ে পছন্দের। সব্জির মধ্যে পছন্দ ভিন্ডি। এ ছাড়াও বাটার চিকেন প্রিয় অঙ্কিতার। অভিনেত্রীর প্রিয় রং সাদা। তাঁর কথায়, সাদা পোশাক পরলে অসম্ভব শান্তি অনুভব করেন তিনি।