মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) যে নিজের সেরা ফর্মে নেই, একথা বুঝতে জন্য কোনও বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। প্রায় তিন বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির কোনও শতরান নেই। চলতি ইংল্যান্ড সিরিজেও (India vs England) দুই টি-টোয়েন্টি ম্যাচে কোহলি মাত্র ১২ রান করেছিলেন। এরপরেই ভারতীয় একাদশে তাঁর জায়গা নিয়ে উঠছে প্রশ্ন।


আসন্ন ওয়েস্ট ইন্ডিজ টি সিরিজের জন্য ইতিমধ্যেই ভারতীয় দলের ঘোষণা হয়ে গিয়েছে। সেই দলেও নেই কোহলি। বিসিসিআইয়ের তরফে বিশ্রাম দেওয়া হয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। একেই ফর্মে নেই কোহলি, তার উপর একের পর এক ম্যাচ মিস করছেন। উপরন্তু, আয়ার্ল্যান্ড সিরিজে দুরন্ত শতরান করে একাদশে জায়গা পোক্ত করার জোরালো দাবি দাবি জানিয়েছেন দীপক হুডা (Deepak Hooda)। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই বিশেষজ্ঞদের একাংশ কোহলির বদলে হুডাই দলে দেখতে চাইছেন। তবে সেই বিশেষজ্ঞদের সঙ্গে একেবারেই সহমত নন পীযূষ চাওলা।


প্রাক্তন ভারতীয় তারকার মতে বিরাট কোহলি বহুদিন ধরে দারুণ পারফর্ম করেছেন। শুধুমাত্র বর্তমান কয়েকদিনের পারফরম্যান্সের নিরিখে তাঁকে বাদ দেওয়া যুক্তিযুক্ত নয়। তিনি বলেন, 'কোহলির রেকর্ড দারুণ। সবসময় বর্তমান ফর্মের নিরিখেই কিন্তু দল বাছা হয় না। কারণ ফর্ম ভাল বা খারাপ হতেই পারে। কোহলি একটা ভাল ইনিংস খেললেই ছন্দ ফিরে পাবেন। অপরদিকে, হুডা আন্তর্জাতিক স্তরে মাত্র তিন-চারটি ম্যাচ খেলেছেন। এমন একটি টুর্নামেন্টে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) অভিজ্ঞতার প্রয়োজন হয়। কোহলি বনাম হুডার প্রতিযোগিতা হয়ই না। কোহলি সরাসরি প্রথম একাদশে সুযোগ পাবেন।'


চাওলার আশা বিশ্বকাপের আগেই ফর্মে ফিরবেন কোহলি। প্রসঙ্গত, কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে কুঁচকির চোটের জন্য খেলতে না পারলেও, দ্বিতীয় ওয়ান ডেতে দলে ফিরেছেন। স্বাভাবিকভাবেই আবারও সব নজর থাকবে কোহলির দিকে। তিনি কেমন পারফর্ম করতে পারেন, এখন সেটাই দেখার।


আরও পড়ুন: টস জিতে ফিল্ডিং ভারতের, প্রথম একাদশে ফিরলেন কোহলি