কলকাতা: তাঁর কাঁধে এখন বিশেষ দায়িত্ব। একটি প্রথম সারির চ্যানেলের নামি ডান্স রিয়্যালিটি শো-এর বিচারক তিনি। পাশাপাশি সামনেই রয়েছে তাঁর নতুন ছবির শ্যুটিং ও। তবে দোলের দিনটা একেবারেই ছুটির আমেজ। সেদিন যাবতীয় কাজ ভুলে গেলেই চলে। ঠিক যেমনটা করলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। দোলের দিন কোথায় তাঁর নায়োকচিত ইমেজ! দিব্যি একেবারে ঘরের ছেলের মতোই দোলের সেই কিংবদন্তি গানে পা মেলালেন.. 'রং বরষে, ভিগে চুনরওয়ালি...'
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। সেখানে দেখা যাচ্ছে, তিনি মাথায় পরেছেন রঙিন পরচুলা। একেবারে ঘরোয়া পোশাকে তিনি অমিতাভ বচ্চনের গাওয়া সেই কিংবদন্তি গানে পা মেলাচ্ছেন। পাশের বন্ধুর গায়ে দিচ্ছেন রঙ নয়, স্নো-স্প্রে! দোলের উৎসব বোধহয় এমনই হওয়া উচিত। একেবারে চিন্তাহীন। নিজের মতো। সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের এই ভিডিও দেখে বেশ মজাই পেয়েছেন অনুরাগীরা। সবাই তাঁকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন ঐন্দ্রিলা। সেখানে দেখা যাচ্ছে, অঙ্কুশের গালে আবির লাগিয়ে দিচ্ছেন ঐন্দ্রিলা। অঙ্কুশও রঙ মাখাচ্ছেন ঐন্দ্রিলাকে। দুজনের পরণেই সাদা পোশাক। অঙ্কুশের মাথায় সেই রঙিন পরচুলা। সিনেমার পর্দা পেরিয়ে ব্যক্তিগত জীবনেও অঙ্কুশ আর ঐন্দ্রিলা জুটি। তাঁরা একসঙ্গে দোল খেলবেন না, তাও কি হয়। দুজনেই রঙিন হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই জুটিকেও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
সামনেই আসছে অঙ্কুশ ঐন্দ্রিলার নতুন ছবি। এই ছবির গল্প আবর্তিত হবে ঝন্টু বলে একটি চরিত্রকে নিয়ে। ঝন্টু যথেষ্ট চটপটে ও চৌখস হলেও, তার আশেপাশে থাকা নারীদের সে কিছুতেই বুঝে উঠতে পারে না। এটাই তাঁর জীবনের সমস্যা। কেবল প্রেমিকা নয়, আশেপাশে থাকা যে কোনও মহিলাকেই ঝন্টু সঠিকভাবে বুঝে উঠতে পারে না। তার এই মেয়েদের বোঝার সফর নিয়েই এগিয়ে যাবে গল্প, 'নারী চরিত্র বেজায় জটিল'। এই ছবিটি নিয়ে অঙ্কুশ বলছেন, 'আমার সিনেমার সফরে কখনও অ্যাকশন এসেছে, কখনও আবার পারিবারিক গল্প। মজার গল্প। 'মির্জা' ছবির হাত ধরে আমরা অ্যাকশনকে নিয়ে এসেছিলাম। আর এবার হাসির ছবির পালা।' এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনকে। রয়েছেন সোহিনী সেনগুপ্ত ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও।
আরও পড়ুন: Aparajita-Soumitrisha: অপরাজিতার দোল শুরু বসন্ত উৎসবে, বাড়িতেই বিশেষ পুজোর আয়োজন সৌমিতৃষার