কলকাতা: সবাই এটা জেনেই ঘুমাতে গিয়েছিলেন যে, পরের দিন মক ড্রিল হবে। প্রত্যেকেই পাকিস্তানের ওপর প্রত্যাঘাতের দিন গুনছিলেন বটে, কিন্তু সেটা যে কবে, তা ঠাওর করে উঠতে পারেননি দেশবাসী। আদৌ কী ঠাওর করে উঠতে পেরেছিল পাকিস্তানও। নাহলে কার্যত বিনা বাধায়, ভারতের সীমা না পেরিয়েই পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। কেউ রাত জেগেছেন, যাঁরা জানতেন না, তাঁরা সকালে উঠে অবাক হয়েছেন, গর্বিত হয়েছেন। উত্তেজনায় ফুটেছে গোটা দেশ। আর এই প্রত্যাঘাত নিয়ে কী বলল টলিউড? 

সোশ্যাল মিডিয়ায় সকাল সকাল একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। সেখানে তিনি বলেছেন, 'সুপ্রভাত, আমাদের প্রতিবেশী দেশকে জানাই, আগাম শুভ দীপাবলি। জয় হিন্দ'। এই ভিডিওতে তিনি কোনও দেশের নাম নেননি। একবার ও হামলার কোনও কথাই বলেননি। কিন্তু তাঁর বার্তা একেবারে পরিষ্কার ছিল। তিনি পাকিস্তানকেই কটাক্ষ করেছেন। অন্যদিকে, দেব সহ টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন 'অপারেশন সিন্দুর'-এর যে ছবিটি ভারতীয় সেনার তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল, সেটি। প্রত্যেকেই ভারতীয় সেনার সাফল্যে গর্বিত। সোশ্যাল মিডিয়ায় সবাই লিখেছেন, 'জয় হিন্দ'। 

অন্যদিকে, বুধবার ফের ইডেনে গাওয়া হল জাতীয় সঙ্গীত। এবং সেটা গাওয়া হল প্রথা ভেঙে। আইপিএলের নিয়ম হল, শুধু উদ্বোধনের মঞ্চে আর ফাইনালে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। বাকি ম্যাচগুলিতে টসের পর শুরু হয়ে যায় খেলা। জাতীয় সঙ্গীত গাওয়ার নিয়ম নেই। কিন্তু বুধবার, ৭ মে যে ভারতের ইতিহাসে জায়গা করে নিয়েছে। দিনটি আর পাঁচটি দিনের চেয়ে আলাদা। কারণ, বিরাট সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনি। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হাতে নিরীহ মানুষের মৃত্যুর যোগ্য জবাব দিয়েছে ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে মিসাইল হামলায় ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। যে মিশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর।

আর সেনার এই সাফল্যকে কুর্নিশ জানাতে বুধবারের ম্যাচে ইডেন গার্ডেন্সে ভাঙা হল প্রথা। গ্রুপ পর্বের ম্য়াচ হলেও, কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস দ্বৈরথের প্রথম বল গড়ানোর আগে দুই দলের ক্রিকেটারেরা সারিবদ্ধভাবে দাঁড়ালেন। তারপরই ইডেন গার্ডেন্সের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করা হল, জাতীয় সঙ্গীত গাওয়া হবে। উঠে দাঁড়াল গোটা গ্যালারি। গাওয়া হল জাতীয় সঙ্গীত। গলা মেলালেন মহেন্দ্র সিংহ ধোনি, অজিঙ্ক রাহানেরা। মাঠের ইলেকট্রনিক জায়ান্ট স্ক্রিনে জ্বলজ্বল করে উঠল লেখা, 'ভারতের সশস্ত্র সেনাবাহিনিকে নিয়ে আমরা গর্বিত।' 'ভারতীয় সেনাকে কুর্নিশ।'