কলকাতা: নতুন ছবি। নতুন ইনিংস। তবে এই কাজ ঘিরে রয়েছে অনেক গুরুদায়িত্ব আর কাজ করার স্বাধীনতা। ছবি প্রযোজনার কাজে হাত দিয়েছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। এই খবর অবশ্য নতুন নয়। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে নতুন ছবির ঝলক। অন্যান্য ছবির থেকে অঙ্কুশ হাজরার কাছে কতটা আলাদা 'মির্জা' (Mirza)?                                                                                                               


এবিপি লাইভকে অঙ্কুশ বলছেন, 'যখন কোনও অভিনেতা ছবিতে অভিনয় করেন, মানুষ তাঁর রুচি-পছন্দকে বিচার করেন না। অনেক সময় চিত্রনাট্য পছন্দ থেকে শুরু করে চরিত্রায়ন, অনেক কিছুই অভিনেতার হাতে থাকে না। তবে যখন অভিনেতাই প্রযোজনা করেন, সেখানে গুরুদায়িত্ব থাকে। চিত্রনাট্য বাছা, অভিনয় কোনও কিছুতে ভুল হলে মানুষের মনে প্রশ্ন থাকবে সেই নায়কের ক্ষমতা নিয়ে।'         


 


আরও পড়ুন: Shikhar Dhawan: সোনাক্ষী সিন্হা-হুমা কুরেশির 'ডবল এক্স এল' ছবিতে দেখা যাবে ক্রিকেট তারকা শিখর ধবনকে    


                                                                                                                                                 


হঠাৎ প্রযোজক হওয়ার সিদ্ধান্ত কেন নিলেন অঙ্কুশ? অভিনেতা বলছেন, 'আমার কাছে ২০টা চিত্রনাট্য আসলে তার মধ্যে ১৯টাই আমি করতে চাই না। আমি যে ধরণের চরিত্রে অভিনয় করতে চাই, সেটার জন্য প্রযোজকদের হয়তো প্রচুর বোঝাতে হবে। খুব লম্বা একটা পদ্ধতি। যে ছবি ভালো ব্যবসা করছিল, সেই একই ধরণের চরিত্রের সুযোগ আসছিল বার বার। কিন্তু আমি একেবারে চ্যালেঞ্জিং কোনও কাজ করতে চাইছিলাম।  এখন বাংলায় অ্যাকশন ফিল্ম হওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছে। মানুষ যদি বিক্রম বেদা (Vikram Vedha) মাল্টিপ্লেক্সে গিয়ে দেখেন, তাহলে 'মির্জা' কেন দেখবেন না? টেলিভশন নয়, থিয়েটারের কথা ভেবেই এই ছবি তৈরি করব।'