কলকাতা: ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস (Uttam Kumar Death Anniversary)। আর এই বিশেষ দিনটিকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বেছে নিয়েছেন টলিউডের (Tollywood) এই সময়ের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের সম্মান প্রদানের দিন হিসেবে। চলতি বছরেও, মহানায়কের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে বাংলা চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্য 'মহানায়ক' সম্মানে সম্মানিত করা হল টলিউডের পাঁচ জনপ্রিয় মুখকে। তারকাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী নিজেই। 


'মহানায়ক' সম্মান পেলেন অভিনেতা অঙ্কুশ হাজরা


২০২৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে 'মহানায়ক' (Mahanayak) সম্মান যাঁরা পেলেন তাঁদের অন্যতম টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো একাধিক রাজনীতিক ও বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখেদের উপস্থিতিতে অঙ্কুশ মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন। নীল স্যুট-প্যান্ট পরে হাজির হন এদিন অভিনেতা। তাঁর গলায় ওঠে উত্তরীয়, হাতে 'মহানায়ক' পুরস্কার। 


এই বিশেষ দিনের অনুষ্ঠানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। ক্যাপশনে লেখেন, 'পুরস্কার অনুপ্রেরণা জোগায়। তাই গ্রহণ করলাম। প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্য। আপাতত আমার মতো একজন সামান্য 'নায়ক'কে সরকারের তরফ থেকে এই 'মহানায়ক' সম্মানটি দেওয়ার জন্য ধন্যবাদ। নজরের সামনে সাজিয়ে রেখে দেব যাতে রোজ চোখে পড়লেই নিজেকে বলি 'ভাগ্যবান দয়া করে ভগবান বানিয়েছেন... যোগ্যতা পরিশ্রম করে নিজে অর্জন করো'।'


অভিনেতার এই পোস্টে স্বাভাবিকভাবেই কমেন্টের বন্যা। সাধারণ মানুষ এই 'মহানায়ক' সম্মান পাওয়াটাকে কীভাবে গ্রহণ করলেন। অঙ্কুশের পোস্টের প্রথম কমেন্টেই নজরে পড়ল এক নেটিজেন লিখেছেন, 'আমি তোমাকে অসম্মান করতে চাই না, কিন্তু মহানায়ক ব্যাপারটাকে হাস্যকর বিষয় বানিয়ে দেওয়া হচ্ছে। মহানায়ক মানুষ বানায়, তার জন্য পুরস্কার লাগে না। কিন্তু এই উপাধির মর্যাদা দিন দিন হারিয়ে যাচ্ছে।' অপর একজন লেখেন, 'আবারও হাস্যকর হল, সোহমের পর এবার তুমি!' অন্য এক নেটিজেন লেখেন, 'আপনি আপনার জায়গায় শ্রেয় তবে বাংলার 'মহানায়ক' একজনই আর তিনি 'উত্তম কুমার'। আপনাদের উচিত এরকম টাইটেলের পুরস্কারকে বয়কট করা।' অনেকেই অভিনেতার দিকে কটাক্ষ ছুঁড়েছেন যে কেন তিনি এই পুরস্কার গ্রহণ করলেন। বাঙালির মনে এখনও 'মহানায়ক' মানে উত্তম কুমারই, সেই কথাও বারবার দেখা গেল কমেন্ট বক্সে। 


 




তবে একথাও ঠিক যে সকলেই তাঁকে কটাক্ষ করেছেন বা সমালোচনা করেছেন এমনও না। অনেকেই শুভেচ্ছাও জানিয়েছেন অঙ্কুশকে। তবে অনেকেই অভিনেতার ক্যাপশনের সঙ্গে একমত। এই সম্মানের 'যোগ্য মর্যাদা' তিনি দিতে পারবেন বলেও মনে করছেন অনেকেই। 


আরও পড়ুন: 'Commando': 'কমান্ডো' এবার ওয়েব সিরিজে, বিপুল অম্রুতলাল শাহের হাত ধরে ডেবিউ প্রেমের


প্রসঙ্গত, গতকাল বিশেষ এই অনুষ্ঠানের মঞ্চ সেজে উঠেছিল উত্তম কুমারের অজস্র ছবি দিয়ে। তাঁর ছবিতে মাল্যদান করে, শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমেই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তমকুমারের পরিবারের সদস্যরা। দর্শকাসনে হাজির ছিলেন টলিউড ও রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন কলাকুশলীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial