কলকাতা: কিছুদিন ধরেই টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে সমাজমাধ্যমে নানাবিধ পোস্ট করতে দেখা যাচ্ছে টলি-অভিনেতা অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)। কখনও ইন্ডাস্ট্রির ভিতরে জালিয়াতি, প্রতারণার অভিযোগে সরব হচ্ছেন, আবার কখনও বাঙালি দর্শককে 'ডাঙ্কি'র পাশাপাশি পয়সা দিয়ে টিকিট কেটে 'প্রধান', 'কাবুলিওয়ালা'র মত ছবি দেখার অনুরোধ করছেন। এবার সেই ইন্ডাস্ট্রি নিয়েই সরব হয়ে নেটিজেনদের কাছে বেজায় ট্রোলড হলেন অঙ্কুশ। কী এমন লিখেছিলেন অভিনেতা?
কী লিখেছিলেন অঙ্কুশ?
শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে অঙ্কুশ (Ankush Hazra) লেখেন, "বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকা, সিনে নির্মাতারা নিজেরাই অন্য ভাষার সিনেমার সঙ্গে লড়াই করেন সম্মান এবং যথাযথ স্থান আদায় করার জন্য।” আর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে? সেখানকার দর্শকরাই তারকা এবং পরিচালক-প্রযোজকদের হয়ে অন্য ভাষার ছবির সঙ্গে লড়াই করে ভালোবাসার টোকেন হিসেবে তাঁদের প্রাপ্য সম্মান আর জায়গা দেন।” আর এই পোস্ট দিতেই বেশ কিছু অনুরাগী তোপ দাগেন (Trolled) অঙ্কুশের বিরুদ্ধে। বাংলার মানুষ বাংলা সিনেমা দেখার বদলে বলিউড এবং দক্ষিণী তারকাদের সিনেমা যেভাবে যে উৎসাহ নিয়ে দেখেন, তাতে বাংলা থেকেই এইসব সিনেমা বক্স অফিসে প্রভূত অর্থ উপার্জন করে। অন্যদিকে বাংলার নিজস্ব সিনেমাগুলির বক্স অফিস সাফল্য তাদের তুলনায় কিছুই না। নিজের রাজ্যেই কেন বাংলা ভাষার সিনেমার এমন করুণ দশা হল, পোস্টের আড়ালে আসলে এ কথা বলতে চাইলেও নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন অভিনেতা।
ক্ষোভ উগরে দেন নেটিজেনরা
অনেকেই কমেন্টে লেখেন যে, বাংলাতেও যদি বাহুবলীর মত সিনেমা হয়, তাহলে দর্শক এমনিই পয়সা দিয়ে টিকিট কেটে দেখবে। আর তা না হলে এই তুলনা বাতুলতা মাত্র। আবার কেউ কেউ এমনও দাবি করেন যে দক্ষিণী তারকারা যেভাবে সমাজসেবার কাজে নিযুক্ত থাকেন, সেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকেই সেভাবে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় না। রাজনীতির ময়দান ছেড়ে তাঁরা যদি নিজেদের অভিনয় কৌশলের প্রতি বেশি নজর দিতেন, তাহলেও বাংলা সিনেমার এই দুর্দিন আসত না।
প্রসঙ্গত উল্লেখ্য, অঙ্কুশের (Ankush Hazra) পরবর্তী ছবি 'মির্জা'র শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অঙ্কুশের নিজের প্রযোজনায় এটাই প্রথম ছবি হতে চলেছে আর সেই ছবিতেই অভিনয় করছেন পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি। সমাজমাধ্যমে এদিন নিজের এবং কৌশিক গাঙ্গুলির লুক পোস্ট করে অঙ্কুশ হ্যাশট্যাগে লেখেন, 'মির্জা ভার্সেস সুলতান'। ছবিতে কৌশিক গাঙ্গুলিকে দেখে বহু অনুরাগীই উৎসাহিত হয়েছেন ছবিটি দেখার জন্য। ফলে অনুরাগীদের মধ্যে এখন কেবল 'মির্জা'র অপেক্ষা।
আরও পড়ুন: Ankush Hazra: '...স্বপ্ন দেখিয়ে ঠকিয়ে নিজেরটা গোছাচ্ছে' ! কার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অঙ্কুশ