কলকাতা: ইন্ডাস্ট্রিতে প্রচুর ভুলভাল মানুষ এসে পড়েছে, তারা নতুন অভিনেতা-অভিনেত্রীদের স্বপ্ন দেখিয়ে ঠকাচ্ছে নিজের আখের গোছানোর জন্য। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে এমনই বিস্ফোরক দাবি করে বসেন অভিনেতা অঙ্কুশ। একটি দীর্ঘ পোস্টে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। জনৈক পরিচালকের উপরও তোপ দাগেন অভিনেতা। সকাল সকাল এমন পোস্ট দেখে স্বাভাবিকভাবেই অবাক নেটিজেনদের একাংশ। কী হয়েছে অঙ্কুশের সঙ্গে? কী এমন হল যে এতটা ক্ষুব্ধ হয়ে উঠলেন অঙ্কুশ?
এদিন, অঙ্কুশ তাঁর পোস্টে লেখেন, 'আমি হাত জোর করে ইন্ডাস্ট্রির ভেতরের কিছু মানুষকে অনুরোধ করছি দয়া করে সব কিছু জেনে শুনে ভুল মানুষকে সাপোর্ট করে ইন্ডাস্ট্রির ক্ষতি করবেন না। বাইরে থেকে প্রচুর ভুলভাল মানুষরা এসে নতুন অভিনেতা অভিনেত্রীদের স্বপ্ন দেখিয়ে ঠকিয়ে নিজেরটা গোছাচ্ছে। আর পুরনো অভিনেতাদের জালি কাগজ আর ফলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখিয়ে ঠকাচ্ছে। আমি নিজে তার শিকার হয়েছি আর বাকিদেরও সাবধান করেছি।...আর একজন পরিচালককে বলতে চাই যতদিন না আপনি একটু হলেও নাম করছেন ততদিন দয়া করে সদ্য নাম করা অভিনেতাদের অপমান করবেন না বা বিচার করবেন না। কারণ আপনি এখনও সেই সদ্য নাম করা জায়গাটাতেই পৌঁছননি। ধন্যবাদ।'
আদপে অঙ্কুশের ছবি 'মির্জা'কে ঘিরেই সমস্যার সূত্রপাত বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নেক্সটজেন ভেঞ্চার্সের হাত ধরেই শুটিং শুরু হওয়ার কথা ছিল 'মির্জা' ছবিটির। কিন্তু তার কিছুদিনের মধ্যেই সেই সংস্থার সঙ্গে কাজ করবেন না বলে জানান অভিনেতা অঙ্কুশ, তারপর নিজের প্রযোজনায় ছবির শুটিং শুরু করেন অঙ্কুশ, ছবির নায়িকা ঐন্দ্রিলা সেন। সেই ছবি থেকে পরে সরে আসেন আরেক অভিনেতা জিতু কমলও। আর তার সরে আসা নিয়ে অভিযোগ, পালটা অভিযোগের ঝড় শুরু হয়েছে সমাজমাধ্যমে।
এদিন সকালে অঙ্কুশের এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায় পাল্টা পোস্টে খোলা ময়দানে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন , 'যারা যারা ভাবছেন M16 ইদে আসবে না, তাদের বলে রাখি কেউ বেরিয়ে যাওয়াতে ছবি আটকে থাকবে না। M16 ইদেই আসবে। যে টাইমে বলেছি সে টাইমেই আসবে।...বোঝাপড়াটা ইদেই করে নেবো। আপনি কী করে ভাবলেন আপনার জন্য ময়দানটা একাই ছেড়ে দেব, সব তুলে রেখেছি।'
তবে ইন্ডাস্ট্রিতে এই জালিয়াতির অভিযোগ পালটা অভিযোগের মধ্যেই আন্দাজ করা গেল আগামী বছর ইদে একইসঙ্গে দুটি ছবি মুক্তি পেতে চলেছে। অঙ্কুশ হাজরার প্রযোজনায় 'মির্জা' এবং রক্তিম চট্টোপাধ্যায়ের প্রযোজনায় 'বেঙ্গল পুলিশ এম ১৬'।
আরও পড়ুন: Jeetu Kamal: আলাদা হয়ে কাজ করছেন অঙ্কুশ, এবার রক্তিমের ছবি থেকে সরলেন জিতুও!