কলকাতা: সদ্যই বেটিং অ্য়াপ মামলায় ইডির সাক্ষাৎকারের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। সদ্যই দিল্লিতে গিয়ে ইডির দফরে হাজিরা দেন তিনি। প্রায় ৯ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তবে এরপরে, কলকাতায় ফিরে এসেই তিনি যোগ দেন তাঁর আগামী ছবি 'রক্তবীজ ২'-এর প্রচারে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) নতুন ছবিতে মুখ্য নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ। এই ছবিতে তাঁকে মুনির আলমের চরিত্রে দেখা যাবে। আর সেই প্রচারের মধ্যেই ইডি দফতরে হাজিরা দেওয়া নিয়ে মুখ খুললেন অঙ্কুশ। 

Continues below advertisement

এদিন, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কুশ বলেন, 'এই বেটিং অ্যাপ সংক্রান্ত প্রচার যাঁরা যাঁরা করেছিলেন, তাঁদের প্রত্যেককেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব প্রাথমিক কিছু তথ্য, যা যা ইডি জানতে চায়। সেগুলোই শুধু ওদের হাতে তুলে দেওয়ার কথা ছিল। সেটুকুই করেছি। আর খুব প্রাথমিক কিছু প্রশ্ন করা হয়েছে আমায়। যা যা কাগজপত্র ওনারা চেয়েছেন, ওনাদের যা যা প্রয়োজন বলে মনে হয়েছে সেগুলোই ওনারা চেয়ে পাঠিয়েছিলেন। সেগুলোই জমা দিয়েছি। ব্যাস এটুকুই।'

কেন তলব করা হয়েছিল অঙ্কুশ হাজরাকে? জানা গিয়েছে,  '1xBet' নামক একটি বেটিং অ্যাপের বিজ্ঞাপন করেছিলেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), সোনু সুদ (Sonu Sood) ও অন্যান্যরা। এই বিষয়ে তাঁদের প্রত্যেককেই ইডি দফতরে হাজিরা দিতে হয়েছে। তবে হাজিরা দেননি উর্বশী। তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন বলেই জানা যাচ্ছে। অন্যদিকে, এই মামলায় হাজিরা দিয়েছেন মিমি ও অঙ্কুশ। ইডির দফতরে হাজিরা দেওয়া নিয়ে মিমি এর আগে কিছু না বললেও, এদিন মুখ খুলে অঙ্কুশ আভাস দেন যে বিষয়টি তেমন গুরুতর নয়। কিছু প্রাথমিক তদন্তে সহায়তা করার জন্যই তাঁদের ডেকে পাঠানো হয়েছে। 

Continues below advertisement

কেবল উর্বশী, মিমি বা অঙ্কুই নয়, এই বেটিং অ্যাপের প্রচারের জন্য এর আগেই  নিধি আগরওয়াল, রানা ডগ্গুবতিকে ডাকা হয়েছিল। ইডির তদন্তে উঠে এসেছে যে, অনেক অনলাইন বেটিং প্ল্যাটফর্ম বেআইনিভাবে ভারতে তাদের ব্যবসা বিস্তার করছে। এদের মধ্যে একটি হল ‘ওয়ানএক্সবেট’, যার বিজ্ঞাপন এবং প্রচারের সঙ্গে বহু তারকাই যুক্ত ছিলেন। তদন্তকারী সংস্থা জানতে চাইছে, এই অ্যাপগুলির প্রচার এবং প্রসারে এই তারকাদের ভূমিকা ঠিক কতটা ছিল।