কলকাতা: এই প্রথম প্রযোজনায় পা রেখেছেন তিনি। আর তারপরে টলিউডের বিভিন্ন বিষয়, সমস্যা, অভ্যাস নিয়ে বারে বারে সরব হয়েছেন তিনি। অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আগামীকাল মুক্তি পাচ্ছে দুটি বাংলা ছবি, মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র 'কাবুলিওয়ালা' (Kabuliwala) ও দেবের 'প্রধান' (Pradhan)। আর এই দুই ছবির পোস্ট করে কেবল শুভেচ্ছাবার্তা নয়, নিজের এক সিদ্ধান্তের কথা জানালেন অঙ্কুশ। 


কী সেই পোস্ট? আজ সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি দুটি ছবির পোস্টার শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। ক্যাপশনে তিনি লিখেছেন, 'অনেক অনেক শুভকামনা রইল অসাধারণ এই দুটি বাংলা ছবির জন্য। আমি এই দুটি ছবি প্রিমিয়ারে নয়, পকেটের পয়সা খরচ করে দেখব। সিনেমাহলে, দর্শকদের মধ্যে বসেই। আসলে আমরা বাংলার বেশিরভাগ সেলিব্রিটিরা অন্য ভাষার ছবিগুলি দেখার জন্যই পকেটের পয়সা খরচ করি কারণ বাংলার ছবিগুলো তো প্রিমিয়ারে গিয়েও দেখা যায়। তাই রাজকুমার হিরানি, শাহরুখ খান, প্রভাসের ছবি যখন পয়সা খরচ করে দেখতে পারি, তখন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), দেব (Dev), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), মমতাশঙ্কর (Mamata Shankar), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), অভিজিৎ সেন (Abhijit Sen)-এর ছবি টিকিট কেটে প্রেক্ষাগৃহতে গিয়েই দেখব। আমার সমস্ত প্রিয় মানুষদের অনেক অনেক শুভেচ্ছা।'


আজ মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ছবি 'ডাঙ্কি' (Dunki)। আগামীকাল মুক্তি পাবে প্রভাসের 'সালার' (Salaar)। আর আগামীকালই মুক্তি পাচ্ছে বাংলার দুটি ছবি। হিন্দি ছবি যেহেতু সারা দেশে মুক্তি পায়, তাই বাংলাতেও অনেক সময় হল পেতে সমস্যা হয় বাংলা ছবির। এই বিষয়ে বারে বারেই সরব হয়েছেন বাংলার অভিনেতা, প্রযোজক ও পরিচালকেরা। আপাতত নিজের নতুন ছবি 'মির্জা' (Mirza)-র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ঈদেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রযোজনাও করছেন অঙ্কুশ। 


অভিনেতার এহেন পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই সাধুবাদ জানিয়েছেন অঙ্কুশের এই স্পষ্ট কথাকে। এর আগে, নিজের ছবি 'কুরবান' (Kurban) জনপ্রিয়তা পায়নি সেই কথা সোশ্যাল মিডিয়ায় দ্ব্যর্থহীনভাবে জানিয়েছিলেন অঙ্কুশ। এর পরে, টলিউডের এক প্রযোজকের বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন অঙ্কুশ। তবে 'কাবুলিওয়ালা' ও 'প্রধান' নিয়ে অঙ্কুশের এই পোস্টে মুগ্ধ হয়েছেন অনেকেই। 


 






আরও পড়ুন: Mithun Chakraborty Exclusive: প্রথমে অফার ফিরিয়েছিলেন, পরে 'কাবুলিওয়ালা'-র চরিত্রে অডিশন দিয়ে সুযোগ পান মিঠুন!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।